খালেদার সঙ্গে আমলাদের বৈঠকের খবর মিথ্যা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সরকারি সাবেক ও বর্তমান আমলাদের বৈঠকের খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের যে বৈঠকের খবর প্রচারিত হয়েছে তা সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এই সংবাদটি জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার করা হচ্ছে। এ ধরনের সংবাদ প্রচার ও প্রকাশের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দলীয় একটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ২০-২৫ জন সরকারি বর্তমান ও সাবেক কর্মকর্তার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে ওএসডি হওয়া সচিব ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাতে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আলমগীরকে সাংবাদিকরা ঘিরে ধরলে তিনি বলেন, আমাদের রেগুলার মিটিং হয়েছে। বর্তমান সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এ ধরনের কোন বৈঠক হয়নি। ২০ জন সাবেক সচিব আমাদের দলে আছেন- এটা আপনারা জানেন? সাংবাদিকদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে কার্যালয় ছেড়ে চলে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, এটা সিডিউল কোন বৈঠক ছিল না। সাবেক অনেক সচিব আছেন যারা কার্যালয়ের কর্মকর্তা। তারা নিয়মিত এখানে আসেন। বর্তমান সচিবদের সঙ্গে বৈঠক হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বর্তমান কোন সচিবকে চিনি না। যদি কার্যালয়ে বর্তমান সচিবদের কেউ এসে থাকে তাহলে সরকার তা বলতে পারবে। বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব এমএ হালিম বলেন, এখানে আমাদের সিডিউল কোন বৈঠক ছিল না। নিয়মিত যেমন আসি তেমনি আমরা ম্যাডামের সঙ্গে দেখা করেছি। এখানে সচিবদের বৈঠক হচ্ছে কি-না জানতে চাইলে তিনি বলেন, কই না তো, এমন কোন বৈঠকের খবর তো জানি না। না, ওই রকম কিছু ?ছিল না।
No comments