নিরন্তর by সানাউল হক খান
এক-এক করে সবাই—সবকিছুই কেমন
চোখের ভেতর ডুবসাঁতারে পালিয়ে গেল
কেঁদেও ধরে রাখতে পারলাম না
চোখের ভেতর ডুবসাঁতারে পালিয়ে গেল
কেঁদেও ধরে রাখতে পারলাম না
বৈশাখের ঝড় হয়ে তছনছ করে পালিয়ে গেল
বৃষ্টির দেবী হয়ে দেহ ছুঁয়ে পালিয়ে গেল
সাদা তুলোর মতো মনের আকাশে যে শরৎ আসে
নীলাকাশ হয়ে থাকে, ধরতে না-ধরতেই পালিয়ে গেল সেও
ঘ্রাণেন্দ্রিয়ে হেমন্তের পাকা ধান হয়ে
চোখ দুটো চিরল করে দিয়ে
সেদ্ধ আমনের ধোঁয়া ছড়িয়ে পালিয়ে গেল;
শীতের ঝরাপাতায় আমার নাম-ঠিকানা লেখা ছিল
তাকে আর দেখা হলো না এক জীবনে
বসন্তের কৃষ্ণচূড়ায় আমার আগুন যতটা উত্তপ্ত
ততটাই শান্ত যেন ফাগুনের মাখামাখি
এখন কান্নার মধ্যে কোনো হা-হুতাশ না পেলে
আমার ভালোবাসা উদ্বিগ্ন হয়ে ওঠে;
এই প্রেমের গন্তব্য চেনা খুব কষ্টকর
আমার হূদয়ে সব ঋতুই তবে কি গ্রীষ্মের আকস্মিক ঝড়
তাকে বয়ে যেতে দেখি, থামতে দেখি
মাতাল হতে দেখি নিরন্তর
বৃষ্টির দেবী হয়ে দেহ ছুঁয়ে পালিয়ে গেল
সাদা তুলোর মতো মনের আকাশে যে শরৎ আসে
নীলাকাশ হয়ে থাকে, ধরতে না-ধরতেই পালিয়ে গেল সেও
ঘ্রাণেন্দ্রিয়ে হেমন্তের পাকা ধান হয়ে
চোখ দুটো চিরল করে দিয়ে
সেদ্ধ আমনের ধোঁয়া ছড়িয়ে পালিয়ে গেল;
শীতের ঝরাপাতায় আমার নাম-ঠিকানা লেখা ছিল
তাকে আর দেখা হলো না এক জীবনে
বসন্তের কৃষ্ণচূড়ায় আমার আগুন যতটা উত্তপ্ত
ততটাই শান্ত যেন ফাগুনের মাখামাখি
এখন কান্নার মধ্যে কোনো হা-হুতাশ না পেলে
আমার ভালোবাসা উদ্বিগ্ন হয়ে ওঠে;
এই প্রেমের গন্তব্য চেনা খুব কষ্টকর
আমার হূদয়ে সব ঋতুই তবে কি গ্রীষ্মের আকস্মিক ঝড়
তাকে বয়ে যেতে দেখি, থামতে দেখি
মাতাল হতে দেখি নিরন্তর
No comments