'যুক্তরাষ্ট্রেও নজরদারি ড্রোন ব্যবহৃত হয়'
নজরদারির কাজে নিজেদের মাটিতে ড্রোন
(চালকবিহীন বিমান) ব্যবহারের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার
কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক রবর্টি মুয়েলার এ কথা জানিয়েছেন।
ড্রোন
ব্যবহার নিয়ে বুধবার সিনেটের জুডিশিয়ারি কমিটির মুখোমুখি হন মুয়েলার।
যুক্তরাষ্ট্র নিজেদের মাটিতে ড্রোন ব্যবহার করে কি না- এমন প্রশ্ন করে
জুডিশিয়ারি কমিটি। জবাবে মুয়েলার বলেন, 'নিজেদের মাটিতে আমরা খুবই সীমিত
পরিসরে ড্রোন ব্যবহার করি।' ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান,
নজরদারির কাজে এটি ব্যবহার করা হয়। তবে তাঁরা এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক
বলে জানান মুয়েলার। তিনি বলেন, 'আমরা শুধু এর ব্যবহারই পর্যবেক্ষণ করি না,
পাশাপাশি ব্যবহারের প্রয়োজনীয়তাও যাচাই করি।' এ বিষয়ে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের সম্মতি আছে বলেও জানান তিনি।
আফগানিস্তান ও পাকিস্তানে ড্রোন হামলা নিয়ে এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে তীব্র সমালোচনা শুরু হয়। পাকিস্তানও সম্প্রতি এ হামলার বিরোধিতা শুরু করেছে। সূত্র : টেলিগ্রাফ।
আফগানিস্তান ও পাকিস্তানে ড্রোন হামলা নিয়ে এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে তীব্র সমালোচনা শুরু হয়। পাকিস্তানও সম্প্রতি এ হামলার বিরোধিতা শুরু করেছে। সূত্র : টেলিগ্রাফ।
No comments