‘সিবালোভা কেমাতো’তে দীপান্বিতা ও শ্যামল
সম্প্রতি নির্মাণ হল ডিজিটাল চলচ্চিত্র
‘সিবালোভা কেমাতো’। আর এ চলচ্চিত্রে প্রথমবারের মত একসঙ্গে কাজ করলেন
অভিনেত্রী দীপান্বিতা হালদার ও শ্যামল মওলা।
গোলাম
রাব্বানীর রচনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন প্রশান্ত অধিকারী।
চলচ্চিত্রটিতে দীপান্বিতাকে একইসঙ্গে বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করতে দেখা
যাবে। কখনো তিনি পার্বতী, কখনো লাইলী, কখনো শিরি সহ যুগযুগের নানা কালজয়ী
প্রেমিকা চরিত্রে তাকে দেখা যাবে।
চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, নিকুল, আফজাল, জুলহাস, ফারুক, রাসেল আজম, সোমা, লাবণ্য প্রমূখ।
ছবিটি সম্পর্কে পরিচালক প্রশান্ত অধিকারী বলেন ‘এখানে আসলে আমরা একটি প্রেমের গল্প দেখাতে চেয়েছে। হয়তো পুরো ছবিতে কোন গল্প নেই। আবার প্রতিটি দৃশ্যেই আমরা একটি করে গল্প বলার ট্রাই করেছি। সিবালোভা কেমাতো এর অর্থ খুঁজে বের করার মধ্যেই আমাদের গল্প লুকিয়ে আছে। ভালোবাসা সকলের মাঝে সব সময়ই থাকে। তা শুধু খুঁজে নিতে হয়।’
টাঙ্গাইলের নাগরপুর জমিদার বাড়িসহ বিভিন্ন জায়গায় এ চলচ্চিত্রের শুটিং হয়েছে। এতে চারটি গান থাকছে। গান লিখেছেন গোলাম রাব্বানী ও জুলহাস। গানে কণ্ঠ দিয়েছেন রাসেল আজম, জুলহাস ও মৌসুমী।
ছবিটির চিত্রগ্রহণে ছিলেন মোহাম্মদ আরিফুজ্জামান, রুপসজ্জায় ছিলেন মো : আলী বাবুল।
বর্তমানে চলচ্চিত্রটির সম্পাদনার কাজ চলছে।
ছবিটি সম্পর্কে পরিচালক প্রশান্ত অধিকারী বলেন ‘এখানে আসলে আমরা একটি প্রেমের গল্প দেখাতে চেয়েছে। হয়তো পুরো ছবিতে কোন গল্প নেই। আবার প্রতিটি দৃশ্যেই আমরা একটি করে গল্প বলার ট্রাই করেছি। সিবালোভা কেমাতো এর অর্থ খুঁজে বের করার মধ্যেই আমাদের গল্প লুকিয়ে আছে। ভালোবাসা সকলের মাঝে সব সময়ই থাকে। তা শুধু খুঁজে নিতে হয়।’
টাঙ্গাইলের নাগরপুর জমিদার বাড়িসহ বিভিন্ন জায়গায় এ চলচ্চিত্রের শুটিং হয়েছে। এতে চারটি গান থাকছে। গান লিখেছেন গোলাম রাব্বানী ও জুলহাস। গানে কণ্ঠ দিয়েছেন রাসেল আজম, জুলহাস ও মৌসুমী।
ছবিটির চিত্রগ্রহণে ছিলেন মোহাম্মদ আরিফুজ্জামান, রুপসজ্জায় ছিলেন মো : আলী বাবুল।
বর্তমানে চলচ্চিত্রটির সম্পাদনার কাজ চলছে।
No comments