কবিতা
নিউ ইয়ার কেয়া নন্দী এসেছে নতুন দিন জীবন এবার হবে রঙিন।
আশা এই হৃদয়ে,
২০১৩ বছরটি হবে অমলিন।
রঙে রঙে সাজবে গো দেশ
নতুন আলোতে,
মনের কালো মুছবে গো আজ
প্রভাত রবিতে।
হাজার প্রাণের লাখো আশা
করবে তুমি পূরণ,
প্রতি বছর এই দিনে তাই
করি তোমায় বরণ।
এস.ভি. বালিকা উচ্চ বিদ্যালয়
১০ম শ্রেণি, কিশোরগঞ্জ
অঙ্কিতা-আদৃতা
হোসনে আরা মণি
শ্যামলবরণ ছোট্ট মেয়ে
আদৃতা নাম যার
সবার সে যে আদরিণী
বন্ধু সবাকার।
বাবা-মা তো করেই আদর
আদর করে দাদী
দাদা-নানার ভালবাসায়
সে এক শাহজাদী।
পাড়ার যত ছেলেমেয়ে
বন্ধু ভাবে তারে
স্কুলেতে মিসগুলো সব
শুধুই আদর করে।
ট্রেন হাসে
শিউল মনজুর
কুউ ঝিকঝিক
ট্রেন হাসে ফিক ফিক।
রোদ দুপুরে ট্রেনে চড়ে
যাচ্ছি আমি দূরের গায়,
সাপের মতো যাচ্ছে ট্রেন
পাহাড় বনের ছায়।
একটু পরে থামবে ট্রেন
ওই দূরের জংশনে,
কুউ ঝিক ঝিক ট্রেনগুলি
জড়িয়ে রেখেছে বন্ধনে।
২০১৩ বছরটি হবে অমলিন।
রঙে রঙে সাজবে গো দেশ
নতুন আলোতে,
মনের কালো মুছবে গো আজ
প্রভাত রবিতে।
হাজার প্রাণের লাখো আশা
করবে তুমি পূরণ,
প্রতি বছর এই দিনে তাই
করি তোমায় বরণ।
এস.ভি. বালিকা উচ্চ বিদ্যালয়
১০ম শ্রেণি, কিশোরগঞ্জ
অঙ্কিতা-আদৃতা
হোসনে আরা মণি
শ্যামলবরণ ছোট্ট মেয়ে
আদৃতা নাম যার
সবার সে যে আদরিণী
বন্ধু সবাকার।
বাবা-মা তো করেই আদর
আদর করে দাদী
দাদা-নানার ভালবাসায়
সে এক শাহজাদী।
পাড়ার যত ছেলেমেয়ে
বন্ধু ভাবে তারে
স্কুলেতে মিসগুলো সব
শুধুই আদর করে।
ট্রেন হাসে
শিউল মনজুর
কুউ ঝিকঝিক
ট্রেন হাসে ফিক ফিক।
রোদ দুপুরে ট্রেনে চড়ে
যাচ্ছি আমি দূরের গায়,
সাপের মতো যাচ্ছে ট্রেন
পাহাড় বনের ছায়।
একটু পরে থামবে ট্রেন
ওই দূরের জংশনে,
কুউ ঝিক ঝিক ট্রেনগুলি
জড়িয়ে রেখেছে বন্ধনে।
No comments