আঁখির ওপর এ্যাসিড হামলা ॥ মনিরকে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ
ইডেন কলেজছাত্রী শারমিন আক্তার আঁখির ওপর এ্যাসিড নিক্ষেপকারী মনির উদ্দিনকে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দায়িত্বপালনে পুলিশকে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন।
আগামী ১৫ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও রাজধানীর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিকে আজ থেকে শুরু হচ্ছে আঁখির অপারেশন। রবিবার ফৌজদারি এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এ নির্দেশ দেন। হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালতে আবেদনটি দায়ের করেন এ্যাডভোকেট মনজিল মোরশেদ।গত ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর বংশাল থানাধীন চাঁনখারপুল মোড়ে কাজী অফিসের দু’তলায় রাজধানীর সরকারী ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের (সম্মান) শিক্ষার্থী শারমীন আক্তার আঁখিকে (২৪) প্রথমে ছুরিকাঘাত করে কথিত প্রেমিক মনির। পরে মনিরের বন্ধু মাসুমও আঁখিকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের পর নরপশুরা আঁখিকে এ্যাসিডে ঝলসে দেয়। নরপশুরা দ্রুত পালিয়ে যায়।
আঁখি কোনমতে কাজী অফিসের দু’তলা থেকে চিৎকার করতে করতে রাস্তায় নেমেই জ্ঞান হারিয়ে ফেলেন। পুলিশ দ্রুত আঁখিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। ওইদিনই এ্যাসিড নিক্ষেপের ঘটনায় ‘আখির ভাই বাদী বংশাল থানায় মামলা দায়ের করেন।
No comments