জেরিনা হত্যা মামলা- তিনদিনের রিমান্ডে মহিউদ্দিন
মেডিকেলের ছাত্রী মুন জেরিনা আরাবিন (২০) হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর বন্ধু মহিউদ্দিন স্মরণকে তিন দিনের রিমান্ডে নিয়েছে কমলাপুর রেলওয়ে থানার পুলিশ।
গতকাল সোমবার তাঁকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেছেন, রিমান্ডে মহিউদ্দিনের কাছ থেকে ঘটনা সম্পর্কে প্রকৃত তথ্য জানার চেষ্টা করা হবে।
No comments