জগন্নাথ বিশ্ববিদ্যালয়- উন্নয়ন ফি বাতিলের দাবিতে বিক্ষোভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে ‘উন্নয়ন ফি’ বাতিলের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে উন্নয়ন ফি বাবদ নির্ধারিত তিন হাজার টাকা বাতিলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রজোট।
সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে অগ্রণী ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে উন্নয়ন ফি বাবদ নির্ধারিত তিন হাজার টাকা বাতিলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রজোট।
অবরোধের আগে সমাবেশে বক্তারা বলেন, গত বছরের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উন্নয়ন ফি পাঁচ হাজার টাকা থেকে কমিয়ে দুই হাজার টাকা নির্ধারণ করে। বাকি তিন হাজার টাকা চলতি শিক্ষাবর্ষ থেকে বাদ দেওয়ার কথা ছিল। তা বাস্তবায়ন না করেই প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করেছে প্রশাসন।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক শরিফুল চৌধুরী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, ছাত্র ফেডারেশনের সভাপতি তাহমিদা ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
No comments