রাবি কাস বন্ধ পরীক্ষা স্থগিত ১১ ও ১৭ ফেব্রম্নয়ারি পর্যন্ত- সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠন
সোমবার রাতের ঘটনার বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্য ভবনের লাউঞ্জে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরম্নরী সভায় ৫ সদস্যবিশিষ্ট একটি তদনত্ম কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া আগামী ১১ ফেব্রম্নয়ারি পর্যন্ত সকল বিভাগের কাস এবং আগামী ১৭ ফেব্রম্নয়ারি পর্যনত্ম বিশ্ববিদ্যালয়ের সকল পরীা স্থগিত করা হয়েছে। সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. আব্দুস সোবহান জনকণ্ঠকে জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে না।সভা সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাপতি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে গঠিত ৫ সদস্যের তদনত্ম কমিটির আহ্বায়ক করা হয়েছে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর গোলাম কবীরকে। এছাড়া কমিটির সদস্যরা হলেন- সিন্ডিকেট সদস্য প্রফেসর চৌধুরী জুলফিকার মতিন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্য প্রফেসর আকতার ফারম্নক, সৈয়দ আমীর আলী হলের প্রাধ্য প্রফেসর সাইফুল ইসলাম ও রসায়ন বিভাগের প্রফেসর এম. নজরম্নল ইসলাম। কমিটিকে ঘটনার কারণ অনুসন্ধান, দোষীদের চিহ্নিতকরণ ও তাদের বিরম্নদ্ধে কী ব্যবস্থা নেয়া যায় তা অবিলম্বে পেশ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সিন্ডিকেটের সভায় ছাত্র ফারম্নক হোসেনের মৃতু্যতে শোক প্রকাশ, শোকসনত্মপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন, আইনশৃঙ্খলা রাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান এবং ঘটনার বিচার বিভাগীয় তদনত্মের ব্যবস্থার জন্য সরকারকে অনুরোধ জানানোর সিদ্ধানত্ম গ্রহণ করা হয়।
No comments