পরমাণু কর্মসূচিতে ইরান-জাতিসংঘ আলোচনা ব্যর্থ
পরমাণু কর্মসূচির ব্যাপারে ইরানের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকরা। ইরানের সরকারি টেলিভিশনও একই ধরনের তথ্য জানিয়েছে।
ইরানের পরমাণু প্রকল্পগুলোতে পরিদর্শক পাঠানোর ব্যাপারে দুই পক্ষের মধ্যে এ আলোচনা হয়। তবে ১২ ফেব্রুয়ারি আবার আলোচনায় বসতে রাজি হয়েছে উভয় পক্ষ।
গত বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে ইরানের পক্ষে নেতৃত্ব দেন আইএইএতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি আসগর সুলতানিয়াহ। অন্যদিকে আইএইএর পক্ষে নেতৃত্ব দেন সংস্থার উপমহাপরিচালক হারমান নাকায়রেতস। বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। তবে আগামী ১২ ফেব্রুয়ারি তেহরানে দুই পক্ষ আবার বৈঠকে বসতে রাজি হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, বৈঠক সফল না হওয়ায় ইরানের পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ আরো বাড়বে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস করার উদ্যোগও ধাক্কা খেল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পরমাণু কর্মসূচির অজুহাতে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। সূত্র : এএফপি।
গত বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে ইরানের পক্ষে নেতৃত্ব দেন আইএইএতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি আসগর সুলতানিয়াহ। অন্যদিকে আইএইএর পক্ষে নেতৃত্ব দেন সংস্থার উপমহাপরিচালক হারমান নাকায়রেতস। বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। তবে আগামী ১২ ফেব্রুয়ারি তেহরানে দুই পক্ষ আবার বৈঠকে বসতে রাজি হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, বৈঠক সফল না হওয়ায় ইরানের পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ আরো বাড়বে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস করার উদ্যোগও ধাক্কা খেল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পরমাণু কর্মসূচির অজুহাতে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। সূত্র : এএফপি।
No comments