স্থানীয় সরকারব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ ডেপুটি স্পিকারের
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেছেন, জনগণের স্বার্থে ও দেশের সার্বিক উন্নয়নে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। সে লক্ষ্যে স্থানীয় সরকারব্যবস্থায় পদ্ধতিগত পরিবর্তন দরকার।
স্থানীয় সরকারব্যবস্থা ঢেলে সাজাতে হবে। তাদের ক্ষমতা দিতে হবে, যাতে তারা জনগণের আরও কাছাকাছি থাকতে পারে।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ইআরসি সম্মেলনকক্ষে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র ও মানবিক সমাজ’ প্রতিপাদ্য নিয়ে স্বাধীনতা ও নাগরিক অধিকার ফোরাম এ গোলটেবিলের আয়োজন করে।
বক্তারা বলেন, আইনের শাসন ছাড়া মানবিক সমাজ প্রতিষ্ঠা হয় না। আইনের শাসন না থাকলে গণতন্ত্র সুসংহত হয় না। সৎ ব্যক্তিকে রাজনীতিতে নিয়ে আসতে হবে। এ জন্য সব জায়গায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
ফোরামের সমন্বয়কারী মাহবুব নেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম, মোজাফ্ফর হোসেন পলটু, সাংসদ গোলাম মাওলা প্রমুখ বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ।
No comments