মুম্বাইয়ে বাসে চার বছরের শিশু ধর্ষণ
ভারতে আবারও চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ উঠেছে। চার বছর বয়সী একটি শিশুকে স্কুলবাসে ধর্ষণ করেছে কন্ডাক্টর। গত মঙ্গলবার মুম্বাইয়ে ঘটনাটি ঘটে।
গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্কুলবাসের কন্ডাক্টর রমেশ রাজপুতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে স্কুল ছুটির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সময় নার্সারিতে পড়ুয়া শিশুটিকে ধর্ষণ করে ৩৫ বছর বয়সী ওই কন্ডাক্টর। এদিকে এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ পরস্পরবিরোধী মন্তব্য করেছে। পুলিশের দাবি, আইন অনুযায়ী, শিশুদের প্রতিটি স্কুলবাসে একজন শিক্ষক বা প্রাপ্তবয়স্ক প্রতিনিধি থাকার কথা। তবে ওই সময় বাসে ওই শিশুটি ছাড়া আর কোনো শিক্ষার্থী ছিল না। সূত্র : পিটিআই।
No comments