স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত এখনই পদত্যাগ করা
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘ময়মনসিংহে শিশু রাব্বি নিহত হওয়ার পরও কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত এখনই পদত্যাগ করা।’ জনগণ স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য জুতার মালা তৈরি করছে বলেও তিনি মন্তব্য করেন।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সাংসদ গিয়াসউদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে এবং খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গ্রহণের প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ কর্মসূচির আয়োজন করে।
বিরোধীদলীয় চিফ হুইপ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি দীর্ঘদিন পর আপনার পিতার খুনিদের বিচার করেছেন। এখন যদি দেশে সত্যিকার আইনের শাসন চলে, তাহলে জিয়াউর রহমানের আত্মস্বীকৃত খুনি সাংসদ গিয়াসকে বিচারের আওতায় আনুন।’ তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে এসব আত্মস্বীকৃত খুনিদের বিচার করা হবে।’
বিএনপির সংসদে যোগ দেওয়া প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে আনার নিশ্চয়তা দিলে আসন্ন অধিবেশনে যোগ দেবে বিএনপি। অন্যথায় বিএনপি রাজপথেই থাকবে।’
বিরোধীদলীয় চিফ হুইপ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি দীর্ঘদিন পর আপনার পিতার খুনিদের বিচার করেছেন। এখন যদি দেশে সত্যিকার আইনের শাসন চলে, তাহলে জিয়াউর রহমানের আত্মস্বীকৃত খুনি সাংসদ গিয়াসকে বিচারের আওতায় আনুন।’ তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে এসব আত্মস্বীকৃত খুনিদের বিচার করা হবে।’
বিএনপির সংসদে যোগ দেওয়া প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে আনার নিশ্চয়তা দিলে আসন্ন অধিবেশনে যোগ দেবে বিএনপি। অন্যথায় বিএনপি রাজপথেই থাকবে।’
No comments