রুহির ভোগান্তি
একটি বেসরকারি টিভি চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন জনপ্রিয় র্যাম্প মডেল ও অভিনয়শিল্পী দিলরুবা ইয়াসমীন রুহি।
গত শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এশিয়ান টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়ায় অংশ নেওয়ার সময় বেশ কিছু মূল্যবান সামগ্রীসহ তাঁর ব্যাগটি খোয়া গেছে।
এ প্রসঙ্গে রুহি বলেন, ‘অনুষ্ঠানের মহড়ার সময় আমার ব্যাগটি মঞ্চের এক কোনায় রাখা ছিল। মহড়া শেষে এসে দেখি ব্যাগটি সেখানে নেই। পরে সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের সাহায্য চেয়েও কোনো প্রতিকার পাইনি, যা আমাকে অবাক করেছে।’গত শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এশিয়ান টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়ায় অংশ নেওয়ার সময় বেশ কিছু মূল্যবান সামগ্রীসহ তাঁর ব্যাগটি খোয়া গেছে।
চুরি যাওয়া ব্যাগে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, একটি আইফোন, আইপ্যাড, দুটি ব্যাংকের ক্রেডিট কার্ডসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল বলে জানান রুহি। তিনি বলেন, ‘সামনে একটি অনুষ্ঠানে অংশ নিতে আমার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। কিন্তু এ ঘটনায় আমি খুবই মর্মাহত হয়েছি।’
একই অনুষ্ঠানে র্যাম্প মডেল জ্যানেটের মুঠোফোন ও ক্রেডিট কার্ড চুরি হয়েছে।
মূল্যবান জিনিসপত্র হারিয়ে রুহি শনিবার রাতেই রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি নম্বর ১২২২।
রুহি বর্তমানে ইমরানুল ইসলামের রচনা ও পরিচালনায় ‘বিচ্ছিন্ন আবেগ’ শিরোনামের একটি টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত।
No comments