দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনএফ
আগামী নির্বাচন দলীয় সরকারের অধীন হলেও তাতে অংশ নেবে সাবেক বিএনপির নেতা নাজমুল হুদার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। সংগঠনের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র এস এম আবুল কালাম আজাদ গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় এ কথা জানান।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘জননেতা শহীদ জিয়া’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করা হয়। এ আলোচনায় জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলী, স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম, সাবেক হুইপ আশরাফ হোসেন, উপস্থিত থাকবেন বলে গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে উল্লেখ রয়েছে। তবে তাঁরা কেউ আসেননি। এমনকি বিএনএফের আহ্বায়ক নাজমুল হুদাও ছিলেন অনুপস্থিত।এ জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন সংগঠনের সমন্বয়ক আবুল কালাম আজাদ। তিনি জানান, নাজমুল হুদা গুরুতর অসুস্থ। রফিক-উল হককে তাঁরই অনুষ্ঠানে নিয়ে আসার কথা ছিল।
আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আলোচনার সময় নাজমুল হুদার মেয়ে মুঠোফোনে আমাকে জানিয়েছে যে তার বাবার প্রেসার খুব বেশি, তাই ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমি শুধু বলেছি, নজর রাখো, ঘুম যেন ভাঙে।’
No comments