নিজের জন্য অর্থের প্রয়োজন নেই আমার: বিল গেটস
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী বিল গেটস এক সাক্ষাত্কারে জানিয়েছেন, নিজের জন্য অর্থের কোনো প্রয়োজন নেই তাঁর। টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাত্কারে বিল গেটস তাঁর অর্থ দাতব্য কাজে ব্যয় করার করার কথাই জানিয়েছেন।
দাতব্য কাজে নিজের অর্থের অধিকাংশ খরচ করছেন বিল গেটস। বিশ্ব থেকে পোলিও নির্মূলে কাজ করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যেভাবে তিনি মাইক্রোসফটের জন্য কাজ করেছেন তার চেয়েও গুরুত্ব দিয়ে পোলিও নির্মূলে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।বিল গেটসের ভাষ্য, নির্দিষ্ট কিছু খরচের বাইরে তাঁর আর অর্থের কোনো প্রয়োজন নেই। তাঁর অর্থ দিয়ে একটি সংস্থা দাঁড় করিয়ে সেখান থেকে বিশ্বের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।
বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস ইতিমধ্যে ২৮ বিলিয়ন ডলার দাতব্য কাজে ব্যয় করেছেন যার মধ্যে আট বিলিয়ন খরচ করেছেন দরিদ্র মানুষের স্বাস্থ্যের উন্নয়নে।
No comments