ভালো থাকুন- থাইরয়েড পরীক্ষা
ইদানীং ওজন বেড়ে যাচ্ছে?
সারা দিন অনেক ক্লান্ত লাগে?সারাক্ষণ ঘুম ঘুম ভাব থাকে?
পায়ে পানি বা রস নামে কিংবা ঘুম থেকে জেগে মুখটা ফোলা দেখায়?
গলার সামনের অংশ ঢোক গেলার সময় কখনো ফোলা মনে হয়?
আপনার কাজ ও চিন্তার গতি কি ধীর হয়ে আসছে? পড়াশোনায় ও কাজে মনোযোগ কমে যাচ্ছে?
ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেছে, চুল পড়ে যাচ্ছে, অতিরিক্ত ঠান্ডা লাগে?
চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে?
মাসিক অনিয়মিত হয়ে পড়েছে কিংবা বেশি বেশি হচ্ছে?
গর্ভধারণে জটিলতা দেখা দিচ্ছে?
কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে গেছে?
আপনার পরিবারে কারও কি থাইরয়েডের সমস্যা আছে?
ওপরের কোনো লক্ষণ প্রকট মনে হলে, বিশেষ করে আপনি যদি একজন নারী হন বা আপনার পরিবারে কারও থাইরয়েডের সমস্যা আছে বলে জেনে থাকেন, তবে এই মাসেই আপনার থাইরয়েড হরমোন পরীক্ষা করে নিন। বিশ্বজুড়ে জানুয়ারি মাসটি থাইরয়েড সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে।
No comments