পুনমের ‘নেশা’ হবে প্রাপ্ত বয়স্কদের
বেশ ঢাকঢোল পিটিয়ে নিজের বলিউড অভিষেকের কথা জানিয়ে ছিলেন ভারতের আলোচিত মডেল পুনম পাণ্ডে। নিজের এই প্রথম ছবির মাধ্যমে নগ্নতার দিক দিয়ে ‘দ্য ডার্টি পিকচার’-এর বিদ্যা বালানকেও ছাড়িয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।
যেমনটা তিনি ঘোষণা দিয়েছিলেন ঠিক তেমনটাই ঘটতে যাচ্ছে। তার অভিনীত এই প্রথম ছবির নাম ঠিক করা হয়েছে ‘নেশা’। ছবিটি পরিচালনা করছেন অমিত সাক্সেনা। ছবিটির শুটিং আগামী সপ্তাহ থেকে শুরু হবে মুম্বইয়ের বিভিন্ন লোকেশনে। এই ছবির একটি পোস্টার ইতিমধ্যে অনলাইনে প্রকাশ করা হয়েছে। পোস্টারটির মধ্যে নগ্ন পোজ দিয়ে ইতিমধ্যে আবারও আলোচনায় চলে এসেছেন পুনম। ‘নেশা’ ছবির কাহিনী গড়ে উঠেছে উচ্চ শ্রেণীর তরুণদের জীবনযাত্রাকে কেন্দ্র করে। সেই জীবনযাত্রায় বিভিন্ন ধরনের নেশা যে কতটা প্রভাব ফেলতে পারে তাই ফুটিয়ে তোলা হবে ছবিটির মাধ্যমে। ইতিমধ্যে ছবির প্রযোজক আদিত্য ভাটিয়া ‘নেশা’কে প্রাপ্ত বয়স্কদের ছবি হিসেবে ঘোষণা দিয়েছেন। ছবিতে বেশ কিছু নগ্ন দৃশ্য ছাড়াও রগরগে যৌন দৃশ্যেও ক্যামেরাবন্দি হবেন পুনম।
এ বিষয়ে অদিত্য বলেন, আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি ক্লাসিক্যাল ছবি তৈরি করছি, যার মূল ভূমিকায় অভিনয় করছে পুনম। এর কাহিনীটাই আসলে তরুণ সমাজের নেশাকে কেন্দ্র করে। তাই কাহিনীর প্রয়োজনে বেশ কিছু নগ্ন দৃশ্যে কাজ করতে দেখা যাবে পুনমকে। আমরা ছবিটির মাধ্যমে প্রাপ্ত বয়স্কদের আনন্দ দেয়ার পাশাপাশি নেশার ভয়ঙ্কর রূপ সম্পর্কে একটি মেসেজ দেয়ার চেষ্টা করবো। পুনম পাণ্ডে বলেন, ইতিমধ্যে ‘নেশা’র পোস্টার মানুষ বেশ পছন্দ করেছেন। প্রশংসার পাশাপাশি অনেকে পোস্টারটির সমালোচনা করছেন। এসব আলোচনা-সমালোচনার জন্য আমি আসলে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছি। পোস্টারে তো শুধুমাত্র পোজ দিয়েছি, ছবিতে অনেক সাহসী কিছু দৃশ্যে কাজ করবো আমি। নগ্নতাকে কখনও ভয় পাইনি। আর সেটা যদি হয় ছবির কাহিনীর প্রয়োজনে এবং দর্শকদের আনন্দ দেয়ার জন্য, তবে তো কথাই নেই!
No comments