প্রতিক্রিয়া- ‘আকাশে আলো নেই, আছে প্রথম আলো’

আকাশে মেঘ দেখেও যেমন দর্শকেরা ঘর থেকে বের হয়েছিলেন, তেমনি বিশিষ্টজনেরাও এসেছিলেন ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় প্রথম আলোর চতুর্দশ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিলনমেলা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে তা শেষ হয়নি বৃষ্টির বিড়ম্বনায়।


আমন্ত্রিত অতিথিরা তাঁদের প্রতিক্রিয়ায় প্রথম আলোকে অভিনন্দন জানিয়েছেন। প্রত্যাশা করেছেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি প্রথম আলো তার বহুমুখী সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, সময়ের বিবেচনায় ১৪ বছর খুব বেশি কিছু নয়। তবে এই সময়ে প্রথম আলো সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অভূতপূর্ব ভূমিকা রেখেছে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে গণিত অলিম্পিয়াড আয়োজনের মধ্যে দিয়ে তরুণ প্রজন্মকে গণিতে যেভাবে উৎসাহিত করে যাচ্ছে, তা এক কথায় অতুলনীয়।
চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘প্রথম আলোর জনপ্রিয়তা বুঝেছি “নিরাপদ সড়ক চাই” আন্দোলনে একটি বিষয় বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে। সব পত্রিকা মিলিয়ে যত আবেদন এসেছিল, এক প্রথম আলোর বিজ্ঞাপন থেকে তার বহুগুণ বেশি সাড়া পেয়েছি। মানুষের আস্থা অর্জন করেছে বলেই প্রথম আলো আজ এ অবস্থানে আসতে পেরেছে।’
প্রথম আলোকে আপন মনে করেন সংগীত শিল্পী ফাহমিদা নবী। তাঁর মন্তব্য ‘প্রথম আলোকে খুব আপন ভাবি বলেই বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে আছি। বর্ষপূর্তির আনন্দটা এবার একটু ব্যতিক্রম হলো।’
অভিনয়শিল্পী তৌকীর আহমেদ বলেন, ‘প্রথম আলোর সঙ্গে আছি ভেবে গৌরব বোধ করি। সমাজ বদলের পক্ষে প্রথম আলো যেভাবে কাজ করছে তা জাতিকে এগিয়ে দেবে।’
বিপাশা হায়াত বললেন রবীন্দ্রনাথের গানের উদ্ধৃতি দিয়ে, ‘সত্য, সুন্দর, সাহসিকতার সঙ্গে আধুনিক প্রযুক্তিকে সমন্বয় করে প্রথম আলো মানুষকে দিনবদলে স্বপ্ন দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। ‘আনন্দ লোকে, মঙ্গলালোকে’ গানটি যেন মনে হয় প্রথম আলোর জন্যই লিখেছিলেন কবি। চমৎকার মন্তব্য শিল্পী আসিফ আকবরের—‘সারা দিন আকাশে আলো নেই, আছে প্রথম আলো। আমরা নিজেদের প্রথম আলো পরিবারের সদস্য বলে মনে করি।’
একই সুর শিল্পী এস আই টুটুলের কণ্ঠেও—‘বৃষ্টি হলেও আছি, রোদ হলেও আছি। অন্ধকারেও আছি, আলোতেও আছি। প্রথম আলোর সঙ্গে সব সময়ই আছি। কারণ একটাই। প্রথম আলো ভালো কাজ করে যাচ্ছে।’
অভিনেতা চঞ্চল চৌধুরী বললেন, ‘রাজনীতি, দুর্নীতি, বিনোদনসহ সব ক্ষেত্রে প্রথম আলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে দিয়ে পাঠকের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। নানা সামাজিক কাজ করছে। এ ধরনের কাজের সঙ্গে থাকতে পেরে ব্যক্তিগতভাবেও অনেক আনন্দ পাই।’
মাহমুদুজ্জামান বাবু বলেন, ‘প্রথম আলোর সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে থেকে ১৪ বছর পার করলাম। এই আনন্দ প্রথম আলোর শুভানুধ্যায়ীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।’
শিল্পী কনা বলেন, ‘জিপিএ-৫, মাদকবিরোধী কনসার্টসহ প্রথম আলোর বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নিয়ে গান করে এক অন্য অভিজ্ঞতা হয়েছে। কামনা করি, প্রথম আলোর সামাজিক কর্মকাণ্ড আরও প্রসারিত হবে।’
অনুষ্ঠানে এসেছিলেন আরও অনেকে। তাঁদের মধ্যে ছিলেন আইয়ুব বাচ্চু, মৌসুমী, বাপ্পা মজুমদার, সজীব, দিনাত জাহান, হূদয় খান, তিশা, ইমন, মীম, সারিকা, কিশোর, মুহিন, সাব্বির, শশী, নওরীন, পুলক এবং সুরের ধারা ও চিরকুটের শিল্পীরা।

No comments

Powered by Blogger.