টাঙ্গাইলে ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে গতকাল বুধবার বিকেলে এক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল বাজারের কাছে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৫)।


তিনি সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। নিহত ইকবাল হোসেনের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, ইকবাল হোসেন বিকেল পাঁচটার দিকে টাঙ্গাইল শহর থেকে মোটরসাইকেলযোগে মৈশাশেখ গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। বাঘিল বাজার পার হওয়ার পর পরই ওত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী রশি দিয়ে রাস্তা অবরোধ করে ইকবালের গতিরোধ করে। তারা ইকবালের মাথায় গুলি করে ও কুপিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন ইকবালকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ইকবালকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিহত ইকবালের আত্মীয়স্বজনেরা এই হত্যাকাণ্ডের জন্য নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠনের সদস্যদের দায়ী করে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

No comments

Powered by Blogger.