সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়
যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণ করে, ফ্রান্সে পত্রিকায় ব্যঙ্গচিত্র ও কার্টুন ছাপিয়ে ইসলাম ও রাসুল (সা.)-কে অবমাননা করার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সম্প্রতি বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে কোনো শত্রুচক্র উখিয়া-
পটিয়া-টেকনাফ-রামুতে সহিংস ঘটনা ঘটিয়েছে। এতে প্রতীয়মান হয়, তারা কোনো ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নয়। পৃথিবীর সব ধর্মে সহনশীলতার কথা, সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলা হয়েছে। সৃষ্টিকর্তা পৃথিবীবাসীকে ভালোবাসতে বলেছেন, বলেছেন সবই তাঁর সৃষ্টি। ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিশ্ববাসী সব একই জাতির আদম সন্তান। মানুষে মানুষে রক্তপাত নিষিদ্ধ করেছেন। আপত্তিকর কর্মকাণ্ড করে এক ধর্মের মানুষের প্রতি অন্য ধর্মের মানুষের হিংসা-বিদ্বেষ, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করছে। আমাদের এটি ভুললে চলবে না, দেশের জন্য আমরা অনেক রক্ত দিয়েছি; কিন্তু এই দেশের মানুষ হয়ে নিজেরা নিজেরা বিভেদ করে তিল পরিমাণ রক্ত ঝরাতে চাই না। মনে রাখতে হবে তিন লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে ও ৩০ লাখ শহীদের তাজা প্রাণের বিনিময়ে এ দেশের স্বাধীনতা অর্জন করেছি, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একসঙ্গে স্বাধীনভাবে বসবাস করছি। স্কুল-কলেজে একসঙ্গে পড়ি, একসঙ্গে খেলাধুলা করি, কাজকর্মেও একে অপরের অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে আমাদের মধ্যে। আমরা একে অপরের বন্ধু ও বিপদ-আপদে এগিয়ে যাই। যারা আপত্তিকর কর্মকাণ্ড করে শান্তি বিনষ্ট করে সে যেই দলের বা যেই ধর্মের হোক, সে আমাদের শত্রু। আমাদের বুঝে নিতে হবে এরা কোনো ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নয়। এদের দোষ শান্তিপ্রিয় মানুষের ওপর চাপিয়ে দিয়ে শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির চিহ্ন মুহূর্তেই ধূলিসাৎ করব না। এদের অন্যায় আচরণের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি, এদের ঘৃণা করব।
কাজী ইব্রাহিম সেলিম
মুরাদপুর, চট্টগ্রাম।
কাজী ইব্রাহিম সেলিম
মুরাদপুর, চট্টগ্রাম।
No comments