রসকারণ- এক কাপ কফি কি আপনার মাথাব্যথা সারাতে পারে? by আব্দুল কাইয়ুম

অনেক ক্ষেত্রে মাথাব্যথা সারানোর জন্য আপনি এক কাপ কফি খেলে উপকার পাবেন। এর কৃতিত্ব ক্যাফেইনের, যা কফির মধ্যে থাকে। এক পরীক্ষায় দেখা গেছে, কফির সঙ্গে অ্যাসপিরিন মিশিয়ে খেলে খুব দ্রুত কাজ হয়।


অ্যাসপিরিনে যদি মাথাব্যথা সারে ৪০ মিনিটে, তা হলে কফির সঙ্গে মিশিয়ে খেলে তা সেরে যাবে ২৪ মিনিটে। অর্থাৎ মাথাব্যথা সারাতে অ্যাসপিরিন-কফি শুধু অ্যাসপিরিনের চেয়ে ৪০ শতাংশ বেশি দক্ষ। তবে মাথাব্যথা স্থায়ী রোগ হয়ে দাঁড়ালে কফির দিকে না গিয়ে বরং এর পেছনের কারণ বের করার জন্য চিকিৎসকের কাছে যাওয়া দরকার। মাথাব্যথার অনেক কারণ থাকে, সেগুলো শনাক্ত করে দূর করাই ভালো। যেমন, চোখের দৃষ্টি-সমস্যা থাকলে প্রায়ই মাথাব্যথা হতে পারে। চোখের চিকিৎসক এর সমাধান দিতে পারেন।

No comments

Powered by Blogger.