‘প্রবৃদ্ধি বাড়াতে কাজ করবে মন্ত্রিসভা’
প্রশাসনিক রদবদলের পর মন্ত্রীদের প্রধান কাজ হবে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পুনরুজ্জীবিত করা। এ ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোকে প্রাধান্য দিতে হবে। ভারতের প্রবৃদ্ধির গতি হ্রাস পেয়েছে এবং রপ্তানিও কমে গেছে। পাশাপাশি রাজস্ব ঘাটতিও বেড়ে চলছে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন।
২০১৪ সালের সাধারণ নির্বাচন সামনে রেখে দেশে অর্থনৈতিক মন্দা ও দুর্নীতি দূর করতেই এ রদবদল আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
মনমোহন সিং বলেন, ‘আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য হলো বিশাল রাজস্ব ঘাটতি কাটিয়ে ওঠা।’ অবকাঠামোগত বিনিয়োগের পরিমাণ কমে যাওয়ার কারণগুলোকে দূর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ২০১৭ সালে মধ্যে দেশের রাজস্ব ঘাটতি মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৮ শতাংশ থেকে প্রায় ৩ শতাংশে নামিয়ে আনতে সম্প্রতি একটি পরিকল্পনাও প্রকাশ করেছেন তিনি। এএফপি।
২০১৪ সালের সাধারণ নির্বাচন সামনে রেখে দেশে অর্থনৈতিক মন্দা ও দুর্নীতি দূর করতেই এ রদবদল আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
মনমোহন সিং বলেন, ‘আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য হলো বিশাল রাজস্ব ঘাটতি কাটিয়ে ওঠা।’ অবকাঠামোগত বিনিয়োগের পরিমাণ কমে যাওয়ার কারণগুলোকে দূর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ২০১৭ সালে মধ্যে দেশের রাজস্ব ঘাটতি মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৮ শতাংশ থেকে প্রায় ৩ শতাংশে নামিয়ে আনতে সম্প্রতি একটি পরিকল্পনাও প্রকাশ করেছেন তিনি। এএফপি।
No comments