নারায়ণগঞ্জে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গুলিভর্তি পিস্তল, ইয়াবা ও এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যা ব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সভাপতি মীর হোসেন মীরু ও তাঁর সহযোগী ইকবাল হোসেন।


সূত্র জানায়, শনিবার গভীর রাতে ফতুল্লার পাগলা বটতলা এলাকার বাসা থেকে মীর হোসেন এবং একই এলাকা থেকে তাঁর সহযোগী ইকবালকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁদের ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি গুলিভর্তি একটি পিস্তল ও ১৩টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
এদিকে মীর হোসেনের মা হামিদা বেগম বলেন, তাঁর ছেলে চার বছর ধরে পঙ্গু জীবনযাপন করছে। ঘটনাটি র্যা বের সাজানো বলে তিনি দাবি করেন।

No comments

Powered by Blogger.