জামায়াত-পুলিশ সংঘর্ষঃ আগুন
রাজধানীর দৈনিক বাংলার মোড় থেকে
মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত এলাকাজুড়ে জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের
ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৪টার পর
সংঘর্ষ চলতে থাকে। পুরো এলাকা হয়ে ওঠে রণক্ষেত্র। এ সময় পুলিশ টিয়ার শেল ও
রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। জামায়াতকর্মীরা আশপাশের গলিতে
অবস্থান নিয়ে পুলিশের ওপর বুষ্টির মতো ইট-পাটকেল ছুড়তে থাকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দৈনিক বাংলা থেকে মতিঝিল পর্যন্ত কয়েকটি
পয়েন্টে জামায়াতকর্মীরা বেশ কয়েকটি মোটরসাইকেল, বাসে ভাঙচুর চালায় এবং
আগুন ধরিয়ে দেয়।
এদিকে ঢাকা মহানগর জামায়াতের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ জানান, তাদের সংগঠনের ২০/২৫ কর্মীকে পুলিশ আটক করেছে।
ভাঙচুর থামাতে গিয়ে পুলিশের কনস্টেবল আরিফসহ ৫/৬ জন পুলিশ সদস্য আহত হন।এছাড়া বিভিন্ন জেলা থেকে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ভাঙচুর থামাতে গিয়ে পুলিশের কনস্টেবল আরিফসহ ৫/৬ জন পুলিশ সদস্য আহত হন।এছাড়া বিভিন্ন জেলা থেকে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
No comments