খালেদার ভারত সফর ভিন্ন খাতে নিতে চায় কুচক্রীরা: ফখরুল
খালেদা জিয়া ভারত সফরে পানি সমস্যা, টিপাইমুখ বাঁধ, সীমান্ত হত্যাসহ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন। কিন্তু এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছে।
রাজধানীর নয়াপল্টনে গতকাল রোববার বিকেলে ১৮ দলীয় জোটের এক বিক্ষোভ সমাবেশ বিএনপির মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। ‘রেলের ভাড়া বাড়ানো এবং প্রস্তাবিত কোম্পানি আইনে নিয়ন্ত্রণমূলক ধারা সংযুক্ত করে ব্যবসাপ্রতিষ্ঠান দলীয়করণ করার সরকারি উদ্যোগের’ প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার খালেদা জিয়ার চীন ও ভারত সফর অন্যদিকে সরানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের একটি বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া ভারত সফরে কী প্রতিশ্রুতি দিয়েছেন, তা আপনি জানলেন কী করে?’
গত শনিবার সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া ভারত সফরকালে সেখানে কী প্রতিশ্রুতি দিয়েছেন, তা আমাদের জানা আছে। সময়মতো সংবাদ সম্মেলন করে তা জানানো হবে।’
কোম্পানি আইনের সমালোচনা করে ফখরুল বলেন, বাহাত্তর সালে আওয়ামী লীগ যেভাবে দেশের সব প্রতিষ্ঠান জাতীয়করণ করে দলীয় লোকদের বসিয়ে লুটপাট করেছিল, এ আইন করে আবার বাহাত্তরের মতো লুটপাটে ফিরে যেতে চায়।
বিএনপির এই নেতা বলেন, ‘রেলের ভাড়া দ্বিগুণ করা হয়েছে। আমি ঠাকুরগাঁও থেকে ট্রেনে ৭০০ টাকার ভাড়া এক হাজার ৪০০ টাকা দিয়ে এসেছি। কিন্তু রেলের কোনো উন্নয়ন হয়নি। সুরঞ্জিত সেনগুপ্ত লাখ লাখ টাকা লুট করে ধরা খেয়েছেন। নতুন মন্ত্রীর সময়েও আগের মতোই দুর্নীতি, লুটপাট চলছে।’
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ প্রমুখ।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার খালেদা জিয়ার চীন ও ভারত সফর অন্যদিকে সরানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের একটি বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া ভারত সফরে কী প্রতিশ্রুতি দিয়েছেন, তা আপনি জানলেন কী করে?’
গত শনিবার সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া ভারত সফরকালে সেখানে কী প্রতিশ্রুতি দিয়েছেন, তা আমাদের জানা আছে। সময়মতো সংবাদ সম্মেলন করে তা জানানো হবে।’
কোম্পানি আইনের সমালোচনা করে ফখরুল বলেন, বাহাত্তর সালে আওয়ামী লীগ যেভাবে দেশের সব প্রতিষ্ঠান জাতীয়করণ করে দলীয় লোকদের বসিয়ে লুটপাট করেছিল, এ আইন করে আবার বাহাত্তরের মতো লুটপাটে ফিরে যেতে চায়।
বিএনপির এই নেতা বলেন, ‘রেলের ভাড়া দ্বিগুণ করা হয়েছে। আমি ঠাকুরগাঁও থেকে ট্রেনে ৭০০ টাকার ভাড়া এক হাজার ৪০০ টাকা দিয়ে এসেছি। কিন্তু রেলের কোনো উন্নয়ন হয়নি। সুরঞ্জিত সেনগুপ্ত লাখ লাখ টাকা লুট করে ধরা খেয়েছেন। নতুন মন্ত্রীর সময়েও আগের মতোই দুর্নীতি, লুটপাট চলছে।’
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ প্রমুখ।
No comments