অ্যাকশনধর্মী ছবিতে আগ্রহ এশার
জান্নাত-২ এর সাফল্যের পর সদ্য মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী এশা গুপ্তার `রাজ-৩` এবং `চক্রব্যূহ`। তবে এশা এখন তার যৌনাবেদনময়ী রুপ ছেড়ে `চক্রব্যূহ` ছবির মত অ্যাকশন চরিত্রে কাজ করতে চান। এ ছবিতে তিনি একজন নারী পুলিশের চরিত্রে অভিনয় করেছেন।
গত রোববার বেলেন্ডার ব্রাইড ফ্যাশন শো`তে অংশগ্রহণের পর এশা গুপ্তা বলেছেন , `আমি আমার জীবনে একটি অ্যাকশনধর্মী ছবিতে উল্লেখযোগ্য কোন চরিত্রে কাজ করতে চাই। এটা যৌনাবেদনময়ী হবে না, হবে পুরোপুরি অ্যাকশনমূলক গল্পের ছবি।
এ ছবিতে অবশ্যই অনেক অ্যাকশন দৃশ্য থাকতে হবে। যেমন, গাড়ির এবং ভবনের উপর দিয়ে লাফ দেওয়া সাথে লাশ ও রক্তের ছড়াছড়ি ইত্যাদি দৃশ্য থাকবে।`
এশা গুপ্তার শুরুটা ছিলো মডেলিং দিয়ে আর বলিউডে জান্নাত-২ ছবির মাধ্যমে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট গড়ে তুলেন।
এশা গুপ্তার শুরুটা ছিলো মডেলিং দিয়ে আর বলিউডে জান্নাত-২ ছবির মাধ্যমে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট গড়ে তুলেন।
No comments