বজলুলের মনোনয়নপত্র গ্রহণের আদেশ স্থগিত
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বজলুল হকের মনোনয়নপত্র গ্রহণের আদেশের কার্যকারিতা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা এ আদেশ দেন।
বজলুল হকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার হাইকোর্ট তাঁর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেন। এতে স্থগিতাদেশ চেয়ে গতকাল ইসি আবেদনটি করে। আদালতে ইসির পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন।
পরে এম কে রহমান প্রথম আলোকে বলেন, বজলুল হকের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। ফলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তাঁর হচ্ছে না।
৩০ সেপ্টেম্বর এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
পরে এম কে রহমান প্রথম আলোকে বলেন, বজলুল হকের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। ফলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তাঁর হচ্ছে না।
৩০ সেপ্টেম্বর এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
No comments