প্রোগ্রামিং কনটেস্ট ও জবফেয়ার
সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রোগ্রামিং কনটেস্ট এবং জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল কাদির পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবু এবং প্রফেসর ড. সানাউল্লাহ। প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বুয়েট ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বর্তমানে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট আয়োজন করছে যা অত্যন্ত আশাব্যঞ্জক। প্রফেসর ড. হাফিজ মোঃ হাসান বাবু বলেন, বর্তমানে এ ধরনের কনটেস্ট বর্তমানে আর ঊীঃৎধ ঈঁৎৎরপঁষঁস এর অংশ নয় বরং এটি একটি ঈড়-ঈঁৎৎরপঁষঁস। ওই প্রোগ্রামিং কনটেস্টে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ২২তম ব্যাচের ছাত্র সুমন সরকার প্রথম, ফাহিম ফয়সাল দ্বিতীয় এবং তরিকুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন। একই সাথে এখানে জব ফেয়ারে অংশগ্রহণ করেন ইৎধপ ঘবঃ এবং অউঝ যেখানে প্রায় ১৫০ ছাত্রছাত্রী চাকরির জন্য ইন্টারভিউ দেয়। উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ৬৬, গ্রীনরোড, ঢাকা-১২০৫ তে একটি সুবিশাল ১২তলা ভবনে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ স্থানান্তর করে। সুবিশাল এই ভবনটি প্রায় ৬০,০০০ বর্গফুট। ওই ভবন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত। এই ভবনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে একটি সুবিশাল মিলনায়তন রয়েছে, যেখানে প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির উপস্থিতিতে সেমিনার করা সম্ভব। এখানে একটি অত্যাধুনিক আপ টু ডেট লাইব্রেরি রয়েছে। এছাড়া রয়েছে যুগের সাথে তাল মিলিয়ে চলা গতিসম্পন্ন ইন্টারনেট ল্যাব। ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে তিনটি কোর্স চালানো হয় বি.এস.সি (অনার্স) ইন সি.এস.ই (দিবা শাখা), বি.এস.সি (অনার্স) ইন সি.এস.ই (সান্ধ্যকালীন/ডিপোমা) ও এম.এস.সি ইন সি.এস.ই। ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি চাকরিজীবী এবং ডিপ্লোমা হোল্ডার ছাত্রছাত্রীদের জন্য ও সান্ধ্যকালীন শিফট চালু রয়েছে।
যোগাযোগ : বাড়ি # ০৪, সড়ক # ০১, বক # এফ, বনানী, ঢাকা-১২১৩। ফোন: ৯৮৫৮৭৩৪-৫, ০১৭৩২৬০৪৪৩৮।
মোঃ সাইদুর রহমানযোগাযোগ : বাড়ি # ০৪, সড়ক # ০১, বক # এফ, বনানী, ঢাকা-১২১৩। ফোন: ৯৮৫৮৭৩৪-৫, ০১৭৩২৬০৪৪৩৮।
No comments