বেড়ে গেছে প্রিয়াঙ্কার চাহিদা
একটি চরিত্রের যথার্থ রূপায়ন একজন অভিনয় শিল্পীকে যে কত উঁচুতে নিয়ে যেতে পারে তার সাম্প্রতিক প্রমাণ পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘বরফি’ ছবিতে ঝিলমিল নামের এক অটিস্টিক মেয়ের চরিত্রে দারুণ অভিনয় করেছেন তিনি। আর সে সুবাদে সর্বত্রই কদর বেড়ে গেছে তার।
আগামী ৩ ডিসেম্বর ‘বিশ্ব অটিজম দিবস’ উপলক্ষে ভারতের বিভিন্ন দাতব্য এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান একত্রে আয়োজন করবে একটি বিশেষ অনুষ্ঠানের। তাদের পক্ষ থেকেই এবারে প্রিয়াঙ্কা চোপড়াকে অনুরোধ জানানো হয়েছে অনুষ্ঠানটিতে শামিল হতে।
অটিস্টিক মেয়ের চরিত্রে অভিনয় করার পর থেকে ৩০ বছর বয়সী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে এরকম অনেক প্রস্তাব এসেছে বলে জানা গেছে।
প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এটা সত্যি যে কয়েকটি এনজিও তার সঙ্গে এই উদ্দেশ্যে যোগাযোগ করেছে। তবে নিজের ব্যস্ত শিডিউলের কারণে সবক’টি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও একটি বড় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন-এমনটাই জানিয়েছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এটা সত্যি যে কয়েকটি এনজিও তার সঙ্গে এই উদ্দেশ্যে যোগাযোগ করেছে। তবে নিজের ব্যস্ত শিডিউলের কারণে সবক’টি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও একটি বড় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন-এমনটাই জানিয়েছেন প্রিয়াঙ্কা।
No comments