বিডিআর বিদ্রোহের শেষ মামলায় ৭২৩ আসামির সাজা- ১০ জন খালাস

শেষ হয়ে গেল বিডিআর বিদ্রোহের ঘটনায় বিদ্রোহ মামলার বিচার। শনিবার সর্বশেষ ৫৭তম মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ৭৩৩ আসামির মধ্যে ৭২৩ আসামিকেই ১শ’ টাকা করে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সশ্রম


কারাদ-ে দ-িত করেছে বিশেষ আদালত। দ-প্রাপ্তদের মধ্যে ৬৪ জনকে সর্বোচ্চ ৭ বছরের কারাদ- প্রদান করা হয়েছে। খালাস পেয়েছেন ১০ জন। খালাসপ্রাপ্তদের বিজিবিতে যোগদানের প্রক্রিয়া শুরু হয়েছে। বাকি রইল হত্যাযজ্ঞ, লুটপাটসহ অন্যান্য অপরাধে ফৌজদারি আইনে দায়েরকৃত মামলার রায় ঘোষণা।
শনিবার সকাল পৌনে ১০টায় বিজিবি সদর দফতরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৯-এর কার্যক্রম শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন বিজিবির ঢাকা সেক্টরের প্রধান কর্নেল এহিয়া আজম খান। তাঁকে সহায়তা করেন বিজিবি কর্মকর্তা লে. কর্নেল মোঃ শাহাদাত হোসেন, মেজর মোহাম্মদ মাহফুজুর রহমান, এ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি এ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়, প্রসিকিউটর লে. কর্নেল মোঃ ওবায়দুল হক, স্পেশাল প্রসিকিউটর এ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, এ্যাডভোকেট মুনজুর আলম (মুনজু), এ্যাডভোকেট মোঃ গাজী জিল্লুর রহমান, আসামিদের পক্ষে ফ্রেন্ড অব দ্য এ্যাকিউজড মেজর মশিউল আলমসহ আসামি পক্ষের ২৫ আইনজীবী।
আদালতের সভাপতি রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, বিদ্রোহের ঘটনায় সদর রাইফেল ও তার সঙ্গে যুক্ত অন্যান্য ইউনিটের অভিযুক্ত ৭৩৫ জনের বিরুদ্ধে ২০১০ সালের ১১ জুলাই বিদ্রোহ মামলা হয়। ২০০৯ সালের ২৪ নবেম্বর পিলখানা বিডিআর সদর দফতরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালতে এ মামলাটির বিচার শুরু হয়। মামলায় ৭৩৫ জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে বিচার চলাকালে ২ আসামির মৃত্যু হয়। এজন্য তাদের আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। খালাসপ্রাপ্তদের বিজিবিতে যোগদানের প্রক্রিয়া চলছে। বাকি ৭৩৩ আসামির মধ্যে ১০ আসামিকে খালাস প্রদান করা হয়েছে। বাকি ৭২৩ আসামির মধ্যে ৬৪ জনকে সর্বোচ্চ ৭ বছর, ১ জনকে সাড়ে ৬ বছর, ২৫ জনকে ৬ বছর, ৫ জনকে সাড়ে ৫ বছর, ৮২ জনকে ৫ বছর, ৮৮ জনকে সাড়ে ৪ বছর, ১৭৬ জনকে ৪ বছর, ৩৯ জনকে সাড়ে ৩ বছর, ৬৪ জনকে ৩ বছর, ৯ জনকে আড়াই বছর, ১ জনকে ২ বছর ৩ মাস, ৫১ জনকে ২ বছর, ৮ জনকে দেড় বছর, ১ জনকে ১ বছর ৩ মাস, ৫৩ জনকে ১ বছর, ১৪ জনকে ৯ মাস, ২৩ জনকে ৬ মাস ও ১৯ জনকে ৪ মাস কারাদ- প্রদান করা হয়।
রায় ঘোষণা শেষে প্রসিকিউটর লে. কর্নেল মোঃ ওবায়দুল হক জানান, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় সারাদেশে মোট ৫৭টি মামলা হয়। এর মধ্যে ঢাকায় ১১টি এবং ঢাকার বাইরে ৪৬টি মামলা হয়। সর্বশেষ ১০ জনকে নিয়ে আসামিদের মধ্যে ১১৫ জন খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তরা বিজিবিতে যোগ দিয়েছেন।

No comments

Powered by Blogger.