ফিলিস্তিনে স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণ
ফিলিস্তিনের পশ্চিম তীরে স্থানীয় সরকার নির্বাচনে গতকাল শনিবার ভোট হয়েছে। ২০০৫ সালের পর এই প্রথম স্থানীয় সরকার নির্বাচন হলো। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। নির্বাচন কমিশন জানায়, পশ্চিম তীরের ৩৪০টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হয়েছে।
ভোটগ্রহণ চলে স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখ।
এ নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ অংশগ্রহণ নিশ্চিত করলেও হামাস নির্বাচন বর্জনের ডাক দিয়েছে।
বার্তা সংস্থাগুলো জানায়, সকাল থেকে কেন্দ্রগুলোয় ভোটারদের ঢিলেঢালা উপস্থিতি লক্ষ করা গেছে। রামাল্লায় ভোট দিতে আসা ৫৮ বছর বয়সী জোহরা বাদাবি বলেন, 'আমি আমার শহরের জন্য যোগ্য প্রার্থীকেই ভোট দেব।'
পশ্চিম তীরের ৩৫৩টি মিউনিসিপ্যালিটির ৯১টিতে গতকাল ভোট নেওয়া হয়। এই ৯১টি আসনে চার হাজার ৬৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর প্রায় ২৫ শতাংশই নারী। এক হাজার ৮৯০টি স্থানীয় এবং ১৩০টি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে।
প্রসঙ্গত, ফিলিস্তিনে সর্বশেষ সাধারণ নির্বাচন হয়েছিল ২০০৬ সালে। ওই নির্বাচনে হামাস নিরঙ্কুশ জয় পায়। তারা এখন গাজা নিয়ন্ত্রণ করছে। সূত্র : এএফপি, বিবিসি।
এ নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ অংশগ্রহণ নিশ্চিত করলেও হামাস নির্বাচন বর্জনের ডাক দিয়েছে।
বার্তা সংস্থাগুলো জানায়, সকাল থেকে কেন্দ্রগুলোয় ভোটারদের ঢিলেঢালা উপস্থিতি লক্ষ করা গেছে। রামাল্লায় ভোট দিতে আসা ৫৮ বছর বয়সী জোহরা বাদাবি বলেন, 'আমি আমার শহরের জন্য যোগ্য প্রার্থীকেই ভোট দেব।'
পশ্চিম তীরের ৩৫৩টি মিউনিসিপ্যালিটির ৯১টিতে গতকাল ভোট নেওয়া হয়। এই ৯১টি আসনে চার হাজার ৬৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর প্রায় ২৫ শতাংশই নারী। এক হাজার ৮৯০টি স্থানীয় এবং ১৩০টি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে।
প্রসঙ্গত, ফিলিস্তিনে সর্বশেষ সাধারণ নির্বাচন হয়েছিল ২০০৬ সালে। ওই নির্বাচনে হামাস নিরঙ্কুশ জয় পায়। তারা এখন গাজা নিয়ন্ত্রণ করছে। সূত্র : এএফপি, বিবিসি।
No comments