লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী আলী জিদান

মাত্র এক মাসের ব্যবধানে আবারও নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করল লিবিয়া। গত রবিবার সাবেক কূটনীতিক আলী জিদানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল দেশটির জাতীয় পরিষদ। নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হওয়ায় এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর পদ হারান মুস্তাফা আবু শাগুর।


জিদানকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে জিদান বলেন, 'নিরাপত্তাকেই আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। এ কারণেই লিবিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জরুরি সরকার ব্যবস্থার মতো করে সমস্যাগুলো মোকাবিলার উদ্যোগ নেওয়া হবে।' লিবিয়ার ক্ষমতাসীন জোট সমর্থিত জিদান ইসলামপন্থী মুসলিম ব্রাদার হুডের দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে প্রস্তুত। সূত্র : রয়টার্স।

No comments

Powered by Blogger.