ফিজিওথেরাপি পরীক্ষায় রাজশাহী আইএইচটির সবাই ফেল

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ব্যাচেলর অব ফিজিওথেরাপি পরীক্ষায় অংশ নেয়া ৩০ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। সোমবার কর্তৃপক্ষ ব্যাচেলর অব ফিজিওথেরাপি বিভাগের যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন তাতে কোন শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।


লিখিত পরীক্ষায় ওই শিক্ষার্থীরা উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় ফেল করেছেন বলে জানা গছে।
তবে আইএইচটির শিক্ষার্থীদের অভিযোগ, তারা লিখিত পরীক্ষায় ভাল করলেও মৌখিক পরীক্ষায় ফেল করানোর পেছনে কর্তৃপক্ষের ষড়যন্ত্র আছে। ওই বিভাগের শিক্ষার্থীরা গত বছরের ডিসেম্বরে সাপ্লিমেন্টারি পরীক্ষা ও ক্যারি অন পদ্ধতি চালুর দাবিতে আন্দোলন করেছিল। এটা তাদের আন্দোলনের ফল বলে দাবি করে শিক্ষার্থীরা।
রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি সূত্র জানায়, এ বছরের জানুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব ফিজিওথেরাপি বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন অংশগ্রহণ করে। সোমবার ওই বিভাগের ফলাফল ঘোষণা করা হয়। আইএইচটি ক্যাম্পাসে টানানো ফলাফলে কোন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি বলে লেখা রয়েছে। শিক্ষার্থীরা খোঁজ নিয়ে জানতে পারে, তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় সবাই ফেল করেছে। এ কারণে কেউ পাস করতে পারেনি। এ ব্যাপারে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ ড. সিদ্দিকুর রহমান জানান, কেন ফলাফল এমন হয়েছে এ বিষয়ে তিনি খোঁজ নেবেন। তিনি বলেন, ‘প্রথমবার পরীক্ষায় দেয়ায় তারা বুঝতে পারেনি। এ কারণে ফলাফল খারাপ হতে পারে।’
তবে পরীক্ষায় অংশ শিক্ষার্থীরা অভিযোগ করেছে, মৌখিক পরীক্ষায় ফেল করানোর পেছনে কর্তৃপক্ষের ষড়যন্ত্র আছে।

No comments

Powered by Blogger.