শমী কায়সারের গল্পে ঈদ নাটক
বাংলাদেশে মিডিয়া ও নাট্যজগতের একটি পরিচিত নাম শমী কায়সার। ১৯৭৯ সালে ‘কে বা আপন কে বা পর’ নাটকের মধ্যে দিয়ে শুরু হয় তাঁর নাটকে অভিনয়। এরপরে টেলিভিশন ও মঞ্চ মিলিয়ে নানা ধরণের নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি।
এবার ঈদে চ্যানেল টোয়েন্টি ফোরে থাকছে অভিনেত্রী শমী কায়সারের গল্প নিয়ে নাটক ‘জীবন রঙের ঘ্রাণ’। নাটকটির রচনা করেছেন গোলাম রব্বানী এবং পরিচালনা করেছেন নাঈম ইমতিয়াজ নেয়ামুল।
নাটকটির গল্পে দেখা যাবে, ভাই-বোনের গভীর এক সম্পর্ক। একটা পরিবারে ভাই-বোন কতটা আপণ এবং কতটা কাছের মানুষ। একটি পরিবারের ভেতরে বেড়ে ওঠা এ রকম দুই-ভাই বোনকে নিয়েই মূলত গল্পের কাহিনী।
ঈদের জন্য নির্মিত এ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখার দিনার, রিচি সোলায়মান, তানিয়া হোসেন প্রমূখ।
বর্তমানে শমী কায়সার অভিনয় না করলেও প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি ও লেখালিখির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
ঈদের জন্য নির্মিত এ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখার দিনার, রিচি সোলায়মান, তানিয়া হোসেন প্রমূখ।
বর্তমানে শমী কায়সার অভিনয় না করলেও প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি ও লেখালিখির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
No comments