সৈয়দ বদরুদ্দীন হোসাইন নাট্যোৎসব
সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নাট্যোৎসব করবে পদাতিক নাট্যোৎসব টিএসসি। আগামী ৪ এপ্রিল থেকে জাতীয় নাট্যশালায় শুরু হবে এই উৎসব। মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার মিলে এই উৎসব চলবে ৯ এপ্রিল পর্যন্ত। উৎসবে ঢাকা, ঢাকার বাইরেসহ ভারতের নাটকের দলও অংশ নিচ্ছে।
৪ এপ্রিল সন্ধ্যা ছয়টায় মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। ওই দিন একই হলে মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর নাটকের দলের নাটক রক্তকরবী। পরীক্ষণ থিয়েটার হলে দেখা যাবে পদাতিক নাট্যসংসদের নিজস্ব নাটক কালের যাত্রা। পরদিন মূল মিলনায়তনে থাকছে ভারতের অন্য থিয়েটারের হ্যামলেট আর পরীক্ষণ থিয়েটার হলে বরিশাল শব্দাবলীরফনা, ৬ এপ্রিল স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে লোক নাট্যদলের লীলাবতী আখ্যান, পরীক্ষণ থিয়েটার হলে নাগরিক নাট্যসম্প্রদায়ের রক্তকরবী নাটকটি। মূল হলে আরণ্যকের ময়ূর সিংহাসন, পরীক্ষণ থিয়েটার হলে বগুড়া থিয়েটারের কৈবর্তগাথা মঞ্চস্থ হবে। এ দুটি নাটক দেখা যাবে ৭ এপ্রিল। ৮ এপ্রিল চট্টগ্রাম তির্যকের মধুমালা মূল হলে, পরীক্ষণ থিয়েটার হলে নাট্যকেন্দ্রের আরজ চরিতামৃত নাটকটি। উৎসবের শেষ দিন থাকছে মূল হলে নাগরিক নাট্যাঙ্গনেরপুষি ক্যাট ও একজন প্রকৃত মানুষ, পরীক্ষণ থিয়েটার হলে দেশনাটকের প্রাকৃতিক পুরাঙ্গনা।
No comments