সাংবাদিকদের অ্যালেন-দুর্নীতির তদন্ত চলছে, প্রতিবেদন পেলেই সিদ্ধান্ত
পদ্মা সেতু নিয়ে দুর্নীতির তদন্ত চলছে। এ তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্বব্যাংক।
গতকাল বুধবার আবারও এ কথা জানালেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন। স্থানীয় পরামর্শক গোষ্ঠীর (এলসিজি) সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, কানাডা পদ্মা সেতু নিয়ে দুর্নীতির তদন্ত করছে।
গতকাল বুধবার আবারও এ কথা জানালেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন। স্থানীয় পরামর্শক গোষ্ঠীর (এলসিজি) সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, কানাডা পদ্মা সেতু নিয়ে দুর্নীতির তদন্ত করছে।
অ্যালেন গোল্ডস্টেইন আরও বলেন, যেকোনো প্রকল্পে অর্থ খরচের ব্যাপারে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা দরকার। করদাতাদের কাছে যেমন সরকারের জবাবদিহি থাকা উচিত, একইভাবে উন্নয়ন সহযোগীদের অর্থ ব্যবহারেও জবাবদিহি থাকা উচিত। উন্নয়ন সহযোগীরা তাদের প্রতিটি মুদ্রা খরচে স্বচ্ছতা ও জবাবদিহি চায়।
একই সংবাদ সম্মেলনে পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ প্রকল্প চলছে, এটি চলবে।’ এর চেয়ে বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। তিনি আরও জানান, এলসিজি সভায় কোনো সুনির্দিষ্ট প্রকল্প নিয়ে আলোচনা হয়নি।
প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক এ প্রকল্পে অর্থায়ন করার বিষয় স্থগিত করেছে। আর এ দুর্নীতির অভিযোগ কানাডীয় পুলিশ তদন্ত করছে। অন্যদিকে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ পদ্মা সেতু প্রকল্প নির্মাণে আগ্রহ দেখিয়েছে।
একই সংবাদ সম্মেলনে পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ প্রকল্প চলছে, এটি চলবে।’ এর চেয়ে বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। তিনি আরও জানান, এলসিজি সভায় কোনো সুনির্দিষ্ট প্রকল্প নিয়ে আলোচনা হয়নি।
প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক এ প্রকল্পে অর্থায়ন করার বিষয় স্থগিত করেছে। আর এ দুর্নীতির অভিযোগ কানাডীয় পুলিশ তদন্ত করছে। অন্যদিকে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ পদ্মা সেতু প্রকল্প নির্মাণে আগ্রহ দেখিয়েছে।
No comments