দামেস্কের শহরতলি সেনাবাহিনীর পুনর্দখলে
সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলির লড়াইয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সমর্থিত নিরাপত্তা বাহিনী। তারা সেখানকার বেশ কয়েকটি এলাকা পুনরায় দখল করে নিয়েছে। বিদ্রোহীরা ওই এলাকা তিন দিন দখলে রাখতে সক্ষম হলেও নিরাপত্তা বাহিনী সেটা আবার দখল করে নিয়েছে। এতে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন। এদিকে আসাদকে পদ ত্যাগের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনার ব্যাপারে শীর্ষ পশ্চিমা এবং আরব কূটনীতিকরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। মানবাধিকার কর্মীরা বলছেন দামেস্কের আশপাশের এলাকাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে সোমবার ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া দেশের অন্য এলাকাতেও সংঘর্ষে অনেকে হতাহত হয়েছে। হোমস এবং আশপাশের এলাকাতে সেনাবাহিনীর অভিযানে এরা হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সিরিয়ার ভেতরে আসলে কি ঘটছে সেটা নিশ্চিত করা বেশ কঠিন হয়ে পড়েছে। কেননা সরকার সেখানে কোন বিদেশী সাংবাদিককে ঢুকতে দিচ্ছে না। আরব লীগ চাইছে নিরাপত্তা পরিষদে তাদের পরিকল্পনাকে ভিত্তি করে একটি প্রস্তাব পাস করা হোক। আরব লীগের ওই পরিকল্পনায় আসাদকে তার সহকারীর কাছে ক্ষমতা ত্যাগ করে নির্বাচনের জন্য আহ্বান জানানো হয়েছিল। আরব লীগের মহাসচিব নাবিল এলারাবি এবং কাতারের প্রধানমন্ত্রী এ বিষয়টি মঙ্গলবার জাতিসংঘে উত্থাপনের কথা ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অ্যালেইন জাপে ব্যক্তিগতভাবে আরব লীগের উদ্যোগে সমর্থন জানানোর কথা ছিল।
No comments