রসকারণ-কোন দিকে চক্কর কাটবেন? by আব্দুল কাইয়ুম

স্কুলে শরীরচর্চা ক্লাসে শিক্ষক বলতেন, মাঠে পাঁচ চক্কর দাও। ধাঁধায় পড়তাম, চক্কর কাটব কোন দিকে, বাঁয়ে না ডানে? কোনটা সুবিধা? লক্ষ করেছি ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়বিদেরা সব সময় বাঁ দিকে (ঘড়ির কাঁটার বিপরীতে) চক্কর দেন। আমরাও তাই করতাম। কিন্তু বাঁ দিকে চক্কর কাটার সুবিধাটা কী? এর পেছনে বিজ্ঞান আছে।


চক্রাকারে ঘোরার সময় সিন্ট্রিফিউগাল ফোর্সের (কেন্দ্রাতিগ, অর্থাৎ বৃত্তাকার পথের কেন্দ্র থেকে বাইরের দিকে সৃষ্ট বেগ) উদ্ভব ঘটে। এটা পদার্থবিদ্যার নিয়ম। এর ফলে বাইরের দিকে ছিটকে পড়ার আশঙ্কা থাকে। এ অবস্থায় শরীরের ভারসাম্য রাখার জন্য ডান পা ও শরীরের ডান পাশে একটু বাড়তি চাপ পড়ে। যেহেতু অধিকাংশ মানুষের ডান পায়ে জোর বেশি, তাই বাঁ দিকে চক্কর কাটাই সুবিধাজনক। ডান দিকে ঘুরতে গেলে বাঁ পায়ে বেশি ভর দিয়ে দৌড়ানো অসুবিধা। তাই ক্রীড়া প্রতিযোগিতায় দেখা যায়, দৌড়বিদেরা বাঁ দিকে চক্কর কাটেন।

No comments

Powered by Blogger.