তসলিমার নতুন বই ‘নির্বাসনে’
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের নতুন বই এসেছে বাজারে। বইয়ের নাম নির্বাসনে। বইটি ইতোমধ্যে কলকাতার বই মেলায় পাওয়া যাচ্ছে। আজ বিকেলে ইউবিআই অডিটেরিয়ামের অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে নির্বাসন বইটির মোড়ক উন্মোচন করবেন সাহিত্যিক নবারণ ভট্টাচার্য, সুজাত ভদ্রসহ কলকাতার বেশ কয়েকজন বুদ্ধিজীবী এবং মানবাধিকার কর্মী। তসলিমা নতুন বইয়ের তুলে ধরেছেন, ভারতের পশ্চিমবঙ্গ থেকে কিভাবে, সরকারের কোন-কোন সংস্থা কিংবা কেন্দ্রীয় সরকারের দিল্লির সেফ হাউজ থেকে কিভাবে তাকে ভারত থেকে ’নির্বাসিত’ করা হলো। তিনি বর্তমানে ইউরোপে অবস্থান করছেন। পিপলস বুক সোসাইটি বা পিবিএস বইটির প্রকাশও করেছে। তসলিমা ঘনিষ্ট শিবানী মুখোপাধ্যায় বইটির প্রকাশক। ২২৮ পৃষ্ঠার এই আত্মজীবনীর দাম ১৪০ টাকা। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে একটি বই এত সংখ্যক বিক্রি হওয়ার নজির না থাকলেও প্রকাশকরা মনে করছেন দশ-বারো হাজার ’নির্বাসন’ বইটি বিক্রি হবে। জানা গেছে, তসলিমা কলকাতা বই মেলায় আসতে চেয়েছিলেন। সেখানকার সরকারের তরফ থেকে সংকেত না পাওয়া আসতে পারেননি।
No comments