সামনে অস্থির রাজনীতি: নাগরিক অভিমত-মীমাংসার একমাত্র পথ আলোচনা by সৈয়দ মঞ্জুর এলাহী
রাজনীতি, অর্থনীতিসহ জাতীয় গুরুত্বপূর্ণ সব বিষয় সংসদে আলোচনার মাধ্যমে মীমাংসার কোনো বিকল্প গণতান্ত্রিক ব্যবস্থায় নেই। রাস্তায় রাজনৈতিক সংঘাত ও হানাহানি থেকে বের হয়ে আসারও এটাই একমাত্র পথ। স্বাধীনতার ৪০ বছর পরও দেশ যেভাবে চলছে, সেভাবে চলতে পারে না। চলা উচিত নয়। সবকিছুকেই ‘ইস্যু’ বানিয়ে রাস্তায় নামিয়ে আনা আর কত দিন চলবে! এটা তো এক সময় বন্ধ হতে হবে।
দেশের অগ্রগতির জন্য এখন আমাদের দরকার প্রচুর দেশি-বিদেশি বিনিয়োগ। এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। কিন্তু সেই জায়গাটাতেই বারবার সমস্যা সৃষ্টি হচ্ছে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতার অভাব এর সবচেয়ে বড় কারণ। নেতাদের মধ্যে পরিপক্বতার অভাবও বোধ হয় এর অন্যতম কারণ। এসব ক্ষেত্রে রাজনীতিকদের দৃষ্টিভঙ্গি ও আচরণে পরিবর্তন না হলে দেশের অগ্রগতি ব্যাহত হবে।
আগে দেশ তারপর দল—রাজনীতিকদের মধ্যে এই বোধটারই অভাব লক্ষ করা যাচ্ছে।
ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়ার মতো দেশ কত এগিয়ে গেছে, দেখলে নিজেদের জন্য খারাপ লাগে। সেখানেও রাজনৈতিক মতবিরোধ আছে। কিন্তু সেগুলোকে তারা রাস্তায় টেনে এনে জাতীয় স্বার্থ বিঘ্নিত করার মতো ইস্যুতে পরিণত করে না।
সৈয়দ মঞ্জুর এলাহী: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ব্যবসায়ী
No comments