পাকিস্তানি বিমান হামলায় ২০ তালেবান জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত এলাকায় পাকিস্তানি যুদ্ধবিমানের অব্যাহত বোমা হামলায় তালেবান জঙ্গিদের কয়েকটি গোপণ আস্তানা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কমপক্ষে ২০ তালেবান জঙ্গি নিহত হওয়া খবর পাওয়া গেছে। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। ওরাকাজি এলাকার তালেবানের গোপণ আস্তানগুলোতে কয়েকটি জেট যুদ্ধবিমান হামলা চালায়। কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে ৪টি আস্তানায় আঘাত হানা হয়েছে। এক সেনা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তেহরিক-এ-তালেবানের (টিটিপি) গোপণ আস্তানা হিসেবে ব্যবহৃত হত ওই অঞ্চলটি। তাদের কমান্ডার ছিল মোল্লা তুফান ও মহিউদ্দিন। এ বিমান হামলায় মহিউদ্দিন নিহত হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আফগানিস্তানের সীমান্ত-সংলগ্ন এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এটিই সর্বশেষ হামলার ঘটনা।
No comments