টিপাইমুখ বাঁধ বিষয়ে রস+আলোর প্রস্তাববাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ... by আদনান মুকিত
বর্তমানে মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে টিপাইমুখে বাঁধ দেওয়ার বিষয়টা। টিপাইমুখে বাঁধ দিলে দেশের লাভ হবে কি হবে না, তা নিয়ে সন্দেহ থাকলেও টিভি চ্যানেলগুলো যে লাভবান হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। বাঁধ হোক, আর না হোক, টিভিতে টক শো হচ্ছে।
আজকাল যেকোনো ইস্যুতে টক শো করাটা টিভি চ্যানেলগুলোর অবশ্যপালনীয় কর্তব্য হয়ে গেছে। বাঁধ তৈরির পক্ষে-বিপক্ষে তবে যতই আলোচনা হোক, এত বাঁধ থাকতে হঠাৎ টিপাইমুখে বাঁধ দেওয়ার সাধ কেন হলো তার সমাধান কেউই দিতে পারছে না। নাহ, টক শো করে যে কিছু হয় না, তা আবারও প্রমাণিত হলো। এমনিতেই দেশে অসংখ্য সমস্যা। বাংলাদেশের মতো এত সমস্যা পৃথিবীর আর কোনো দেশে নেই। এ জন্যই কবি বলেছেন, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি...।’ এত সমস্যা থাকলে অন্যান্য দেশের মানুষ অনেক আগেই কেঁদেকেটে একাকার করে বিশ্বের ৬ নম্বর মহাসাগর সৃষ্টি করে ফেলত। কিন্তু আমাদের দেশের মানুষ কাঁদে না। কারণ, মানুষের কান্নার বাঁধ এখনো ভাঙেনি। তাই বলে কি দেশের মানুষ দাঁত কেলিয়ে হাসে? হাসে না। কারণ, হাসিতেও বাঁধ দেওয়া আছে। আর সবচেয়ে বড় বাঁধ হলো ধৈর্যের বাঁধ। রবীন্দ্রনাথের বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও গানও আমাদের ধৈর্যের বাঁধ ভাঙতে পারেনি। আমাদের ধৈর্যের বাঁধ এতই শক্ত যে দেশে অন্যায়-অবিচারের বিশ্বরেকর্ড হয়ে গেলেও আমরা কিছু বলি না। এখনো বলছি না। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো, এ রকম কঠিন কঠিন বাঁধ থাকার পরও টিপাইমুখ নামক জায়গায় বাঁধ দেওয়ার দরকারটা কী? কর্তৃপক্ষ কি এ নিয়ে কিছু ভাবছে না? আজকাল কর্তৃপক্ষের মন-মেজাজ বোঝা মেয়েদের মন বোঝার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা কখন কী করে বসে, তার কোনো ঠিক নেই। তাই জানিয়ে রাখি, সত্যি সত্যি যদি টিপাইমুখে বাঁধ দেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে অবশ্যই যোগাযোগমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে বাঁধটি বানাতে হবে। এতে প্রচুর লোকের কর্মসংস্থান হবে। সবচেয়ে বড় কথা হলো, এসব ঠিকাদারদের বানানো বাঁধ বেশি দিন টিকবে না। দু-এক মাসের মধ্যেই এই বাঁধ বালির বাঁধের মতো ভেঙে পড়বে। দেশের ভাঙা মহাসড়কগুলোই এর প্রমাণ। অতএব, ভারত বলেছে যখন তখন অবশ্যই বাঁধ দেবে। সেটা নিয়ে কথা না বলে বাঁধের কাজটা যাতে অবশ্যই যোগাযোগমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান পায়, সেই ব্যাপারটা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট মহলকে এগিয়েআসতে হবে।
No comments