সামনে অস্থির রাজনীতি: নাগরিক অভিমত-পুলিশের ধৈর্য ধরা কখনো বিজয় by এএসএম শাহজাহান
রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে গত কয়েক দিনে পুলিশের গুলিতে পাঁচটি প্রাণ ঝরে গেছে। এটা দুঃখজনক। কোন পরিস্থিতিতে পুলিশ গুলি করেছিল, গুলির কোনো বিকল্প ছিল কি না, তা নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত থাকতে পারে। কিন্তু এ কথা ঠিক যে বৃহত্তর জনস্বার্থে ধৈর্য ধরা এবং পিছু হটাই অনেক ক্ষেত্রে পুলিশের জন্য বিজয়। অতীতে অনেক ঘটনায় এমন দেখা গেছে।
আইনের শাসন ও আইন দ্বারা শাসন এক নয়। আমাদের সংবিধানে আইনের শাসনের কথা বলা হয়েছে। অথচ যে আইনের ভিত্তিতে পুলিশ ক্ষমতা প্রয়োগ করে, তা ঔপনিবেশিক আমলের। ফলে পুলিশের গুলিতে প্রাণহানির ঘটনায় প্রচলিত আইনে তদন্ত যেমন হয়, তেমনি পাশাপাশি হাজার হাজার লোকের বিরুদ্ধে মামলাও হয়।
রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করে তীব্র সংঘাতের দিকে মোড় নেওয়া উদ্বেগজনক। রাজনৈতিক দলগুলো পারস্পরিক দোষারোপের চর্চায় এত মত্ত যে আত্মজিজ্ঞাসার সুফল তারা ভুলে যায়। তারা গণতন্ত্রের চেয়ে ক্ষমতায় যাওয়াকে বেশি প্রাধান্য দেয়। তারা ভুলে যায় যে এর ফলে ক্ষমতা ও গণতন্ত্র দুই-ই হারানোর আশঙ্কা থাকে। জনগণ আশা করে, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মনোভাব নমনীয় হয়ে আসবে।
এএসএম শাহজাহান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক
No comments