এবার চুরি হয়েছেন গাগা নিজেই
এতদিন শোনা গেছে চুরি হয়েছে গাগার গানের সুর, তার স্টাইল স্টেটমেন্ট, তার অ্যালবাম কনসেপ্টসহ আরও কত কী। এর জন্য আবার আদালতে মামলাও ঠুকেছেন তিনি। কিন্তু এবার ঘটলো অদ্ভুত এক কাণ্ড। এবার চুরি হলেন গাগা নিজেই। আর গাগাকে ফিরে না পেয়ে আদালতে মামলাও হলো! আসল ঘটনা হলো, গাগা এতদিন যে নখ পরিচর্যাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নিতেন, তারা হারিয়েছেন গাগাকে। এখন আর গাগার নখের পরিচর্যা করতে পারবেন না তারা। নখ পরিচর্যাকারী প্রতিষ্ঠান হেয়ার রুম সার্ভিস জানিয়েছে, তাদের এক সাবেক কর্মচারী চুরি করেছে তাদের পুরনো ক্লায়েন্ট লেডি গাগাকে। আর এই চুরির অপরাধে ৩৫ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলাও করেছে প্রতিষ্ঠানটি। তারা অভিযোগ করেছে, আন্তর্জাতিক তারকা লেডি গাগা তাদের অনেকদিনের পুরনো গ্রাহক। বিভিন্ন অনুষ্ঠান কিংবা ট্যুরে যাওয়ার আগে তাদের প্রতিষ্ঠানে নখ পরিচর্যার জন্য আসতেন তিনি। আবার অনেক সময় সেই প্রতিষ্ঠান থেকেও গাগার কাছে লোক পাঠানো হতো তার সেবা করার জন্য। এক সময় গাগা যখন তাদের নিয়মিত ক্লায়েন্ট হয়ে গেলেন, তখন শুধু গাগার জন্যই তারা একজন পরিচর্যাকারী নিয়োগ দেন। তার নাম আয়া ফুকুডা। তাকে ২০১০ সালের ডিসেম্বরে নিয়োগ দেয় হেয়ার রুম সার্ভিস। ২০১১ সালের জুন মাসে তিনি এইচআরএস ছেড়ে দেন। চাকরি ছাড়ার সময় ওই প্রতিষ্ঠান এবং ফুকুডার মধ্যে একটি চুক্তি হয়- চাকরি ছেড়ে যাওয়ার পর এইচআরএসের কোন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না ফুকুডা। যদি তিনি কোন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখেন এবং তাকে ব্যক্তিগতভাবে সেবা দেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কিন্তু পরে সেই চুক্তি মানেননি ফুকুডা। তিনি চাকরি ছাড়ার পরও পরিচর্যা করে যাচ্ছেন গাগার। এর ফলে গাগা আর হেয়ার রুম সার্ভিসে আসছেন না। যখন তারা বুঝতে পারলেন চুরি হয়ে গেছেন গাগা, সঙ্গে সঙ্গে শরণাপন্ন হন আদালতের।
No comments