উৎসবে আনন্দে গুলশান এভিনিউ’র ৭০০ পর্ব প্রচার উদযাপন
স্টাফ রিপোর্টার: বাংলাভিশনে প্রচার চলতি প্রতিদিনের ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’র ৭০০তম পর্ব প্রচার উপলক্ষে উৎসব উদযাপন করেছেন নাটকটির অভিনয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। গুলশানস্থ নাটকটির শুটিং বাড়িতে এ উৎসবের আয়োজন করা হয়। নাটকটির প্রযোজক তুহিন বড়ুয়া বলেন, ৭০০তম পর্ব প্রচার টেলিভিশন নাটকের ক্ষেত্রে এটি একটি স্মরণীয় ঘটনা। ‘গুলশান এভিনিউ’ ধারাবাহিকটি তা করতে সক্ষম হয়েছে। আর একে আরও স্মরণীয় করে রাখার জন্যই এ আয়োজন। নিমা রহমানের চিত্রনাট্য ও পরিকল্পনা এবং সতীর্থ রহমানের পর্ব-পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুজাতা, রুনা খান, দীপা খন্দকার, তাহমিনা সুলতানা মৌ, বন্যা মির্জা, মাহমুদ সাজ্জাদ, রওনক হাসান, ইউসুফ রাসেল, তানভীর, ত্রিশা, সীমানা, মিতানুর, শিরিন বকুল, শেলী আহসান, সবুজ রহমান, শাহেদ শরীফ খান, নিসা, সংগ্রাম, জোৎস্না প্রমুখ। অনুষ্ঠানে এদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। তারিক আনাম খানের উপস্থাপনায় মঞ্চে এদের বেশিরভাগই নাচ ও গান পরিবেশন করেন। ঢাকার অভিজাত এলাকার চৌধুরী পরিবারকে ঘিরে গড়ে উঠেছে গুলশান এভিনিউর মূল গল্প। প্রতি সপ্তাহে মঙ্গল থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’।
No comments