অর্থনৈতিক চাপ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: মীর্জ্জা আজিজুল
অর্থনৈতিক রিপোর্টার: তত্ত্ববধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মীর্জ্জা মো. আজিজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে এখনও বৈশ্বিক আর্থিক ব্যবস্থাপনা সন্নিবেশিত হয়নি। দেশের সামগ্রিক অর্থনীতিতে নিম্নগতি নেমে এসেছে তা নয়, তবে নীতি প্রণয়নকারী ও সংশ্লিষ্টদের এ কথা স্বীকার করতে হবে যে, দেশে এক ধরনের অর্থনৈতিক মন্দার চাপ উপলব্ধি হচ্ছে। এতে অর্থনীতিতে বাহ্যিক বেদনা দেখা যাচ্ছে। তিনি বলেন, সম্প্রতি দেশের আমদানি ও রপ্তানি প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য পরিমাণের মন্দাভাব দেখা যাচ্ছে। রেমিট্যান্স প্রবাহে কার্যত কোনও আলোর দেখা পাওয়া যাচ্ছে না। তাই অর্থনৈতিক চাপ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। বুধবার রাতে রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘ব্যাংকিংয়ে নৈতিকতা’ শীর্ষক ১১তম নুরুল মতিন মেমোরিয়াল ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- বিআইবিএম’র চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন- বিআইবিএম’র মহাপরিচালক মো: তৌফিক আলম চৌধুরী। গভর্নর বলেন, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করা হচ্ছে। এ জন্য সিএসআর কে ব্যাংকিং চ্যানেলের মূলধারায় আনার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, প্রত্যেক ব্যাংক নিজ নিজ প্রতিষ্ঠান পরিচালনায় যে নৈতিকতা দেখান, তদ্রুপ আমানত ও গ্রাহকদের ক্ষেত্রেও অনুরূপ আচরণ করতে হবে। এভাবে নৈতিকতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।
মীর্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে চমৎকার কার্যক্রম ও সমাজের বিশ্বাস বৃদ্ধিতে সকল আইন-কানুন ও বিধিনিষেধ মেনে চলতে হবে। কেননা, নৈতিকতা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা দৃঢকরণের স্তম্ভ। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে সাম্য ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। তিনি ব্যাংকগুলোকে কয়েকটি স্তম্ভ গুরুত্বের সঙ্গে মেনে চলার পরামর্শ দেন। যা হলো- নিয়ন্ত্রণ ও নির্দেশনা প্রদান, ন্যায়সঙ্গত আচরণ, সিএসআর দায়িত্ববোধ জাগ্রত করা এবং বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ করা।
মীর্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে চমৎকার কার্যক্রম ও সমাজের বিশ্বাস বৃদ্ধিতে সকল আইন-কানুন ও বিধিনিষেধ মেনে চলতে হবে। কেননা, নৈতিকতা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা দৃঢকরণের স্তম্ভ। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে সাম্য ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। তিনি ব্যাংকগুলোকে কয়েকটি স্তম্ভ গুরুত্বের সঙ্গে মেনে চলার পরামর্শ দেন। যা হলো- নিয়ন্ত্রণ ও নির্দেশনা প্রদান, ন্যায়সঙ্গত আচরণ, সিএসআর দায়িত্ববোধ জাগ্রত করা এবং বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ করা।
No comments