শার্লক হোমস নিয়ে ধারাবাহিক
স্টাফ রিপোর্টার: স্যার আর্থার কোনাল ডয়েলের বিখ্যাত গোয়েন্দা সিরিজ পাঠকের কাছে এখনও সমাদৃত। শার্লক হোমস নিয়ে পৃথিবীব্যাপী অনেক চলচ্চিত্র-টিভি সিরিজ হয়েছে। কিন্তু আমাদের দেশে কোন কাজ হয়নি এখনও। প্রথমবারের মতো বাংলাদেশে জনপ্রিয় এই গোয়েন্দা সিরিজ নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা আরিফ এ আহ্নাফ। ধারাবাহিকটির শিরোনাম ‘আমাদের শার্লক হোমস’। রচনা করছেন তিন নাট্যকার মনোয়ার কবির, জাকারিয়া সৌখিন এবং মেহেদি হাসান। শার্লক হোমস চরিত্রে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। আগামী ১৫ই জানুয়ারি থেকে ধারাবাহিকটির শুটিং শুরু হচ্ছে। ধারাবাহিক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা আহ্নাফ বলেন, ‘শার্লক হোমস নিয়ে অনেক বিখ্যাত মানুষ নির্মাণ করেছেন। আমিও সাহস করে সিরিজটি নির্মাণ করতে চাচ্ছি। আধুনিকভাবে নির্মাণ করা হবে। আশা করি দর্শকদের সুন্দর একটি সিরিজ উপহার দিতে পারবো’। শার্লক হোমস চরিত্রে অভিনয় প্রসঙ্গে শতাব্দী ওয়াদুদ বলেন, ‘এমন একটি চরিত্রে অভিনয় সত্যিই কঠিন। নিজেকে আমি প্রস্তুত করছি। চরিত্রটি ফুটিয়ে তোলার শতভাগ চেষ্টা থাকবে আমার’। ‘আমাদের শার্লক হোমস’ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত হবে। স্যার আর্থার কোনাল ডয়েল তার সিরিজটি বৃটেনের প্রেক্ষাপটে রচনা করেছেন। সেই গল্পগুলোর ছায়ার সঙ্গে বাংলাদেশের বর্তমান সময় এবং সমাজ ব্যবস্থা যোগ হবে। প্রতি সপ্তাহে ধারাবাহিকটির ৩টি পর্ব প্রচার হবে। প্রতি ৩ পর্বে ১টি করে গল্প শেষ হবে।
No comments