বিন্যস্তকরণ চলতি বছরেই শেষ করার আশা ডিএসই সিইও’র
অর্থনৈতিক রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিমিউচুয়ালাইজেশনে (বিন্যস্তকরণ) চলতি বছরেই শেষ করার আশা প্রকাশ করেছেন সংস্থাটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন। পুঁজিবাজারের স্বচ্ছতা রক্ষা ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভেবেই এ কার্যক্রম চলবে। এজন্য ডিএসইর আন্তরিক প্রচেষ্টা থাকবে। গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ড. মোশাররফ হোসেন বলেন, পুঁজিবাজারকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে যে বিনিয়োগকারীদের বাজারের প্রতি আস্থা আরও বৃদ্ধি পায়। তিনি বলেন, পুঁজিবাজার বিন্যস্তকরণের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে ধারণাপত্র জমা দেয়া হয়েছে। ধারণা পত্র অনুযায়ী ডিএসই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী অর্থবছরের বাজেটের পর ধারণাপত্র অনুযায়ী এর কার্যক্রম পুরোদমে শুর হবে। তবে চেষ্টা করা হবে চলতি বছরেরই যেন পুঁজিবাজার বিন্যস্তকরণ কার্যক্রম সম্পন্ন করা যায়। পুঁজিবাজার উন্নয়নে ডিএসইর কমপ্লায়েন্স বিভাগকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিরূপ ধারণা আছে। তারা যেন এখানে বিনিয়োগ করতে এসে কোন প্রকার আস্থাহীনতা বা বিনিয়োগ ঝুকিতে না পড়ে এজন্য আমরা কাজ করছি। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা অর্জনের মাধ্যমে তাদের মধ্যে পুঁজিবাজার নিয়ে ভ্রান্ত ধারণা দূর করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, বিনিয়োগকারীদের মধ্যে বাজার সম্পর্কে আস্থা সৃষ্টির মাধ্যমেই স্থিতিশীল পুঁজিবাজার গরে তোলা সম্ভব হবে। ডিএসই প্রধান অর্থনৈতিক কর্মকর্তা সুভ্রকান্তি চৌধুরী, জিএম ফাইন্যান্স জীবন কান্তি দাশও ডিএসই ঊধ্বর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
No comments