চরাচর-নদী আমাদের মা by শরদিন্দু ভট্টাচার্য টুটুল

বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও সে পরিচিতি ক্রমেই মলিন হচ্ছে। দেশের নদ-নদীগুলোর সিংহভাগের প্রাণ ওষ্ঠাগত। ত্রাহি ত্রাহি অবস্থা। নদী ভরাট হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে। বেশির ভাগ নদ-নদী দূষণে আক্রান্ত। নদ-নদীর এই বিপন্ন দশা শুধু দেশের জনজীবনেই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলছে। নদ-নদীর বিপন্ন দশার কারণে প্রকৃতিও ক্রমেই ফুঁসছে এবং এরও মাশুল গুনতে হচ্ছে আমাদেরই। প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের


ইচ্ছেমতো নদীর জায়গা দখল করে তাতে অবৈধভাবে নিজেদের স্থাপনা তৈরি করছেন। কেউ বা মাছ চাষ করছেন, কেউ দালানকোঠা তৈরি করছেন। অর্থাৎ যে যেমনভাবে পারছেন, নিজেদের মতো করে নদীকে নিজেদের সম্পদ করে নিচ্ছেন। এমনিতেই আমাদের নদীগুলো নাব্য হারিয়ে মরা নদীতে পরিণত হচ্ছে। তাতে নদীর স্রোত থেমে গিয়ে স্রোতস্বিনী নদী হয়ে যাচ্ছে শীর্ণকায়। এমনও নদী আছে, যা দেখে বোঝাই যাবে না এখানে একদিন উত্তাল নদী ছিল। তার মধ্যে নদী থেকে অপরিকল্পিতভাবে যথেচ্ছ বালু উত্তোলন হচ্ছেই। ফলে ব্রিজ ও পার্শ্ববর্তী বসতি হুমকির সম্মুখীন হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের কর্তাব্যক্তিরা এসব অব্যবস্থা দেখেও দেখেন না। আমাদের নদ-নদীগুলো দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষও রয়েছে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই আমাদের নদ-নদী ও খাল-বিল বলবানদের পেটে চলে যাচ্ছে। সংবাদপত্রে খবর বেরিয়েছে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সোনাই নদীও দখল হয়ে যাচ্ছে। সোনাই নদী রক্ষার জন্য পরিবেশবাদীরা আন্দোলনে নেমেছেন। মাধবপুর উপজেলার সোনাই নদী রক্ষায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতারা হবিগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদের নেতৃত্বে সোনাই নদীর সেতুতে মানববন্ধন করেছেন। মানববন্ধন চলাকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে পথসভাও অনুষ্ঠিত হয়। ওই পথসভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভারমেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিবেশকর্মী রল কলগেট। আরো বক্তব্য দেন বাপার আঞ্চলিক সম্পাদক অধ্যাপক আবদুজ জাহের, মুক্তিযোদ্ধা সুবেদার নায়েব আলীসহ বাপার অন্যান্য নেতা। প্রভাবশালী ব্যক্তিরা নদীর জায়গা দখল করে স্থাপনা তৈরি করছেন। পরিবেশবাদীদের বক্তব্য হচ্ছে, নদীর ভরাট অংশ খুলে দিতে হবে। নদী দখলের প্রক্রিয়া বন্ধ করতে হবে। আমরা সাধারণ জনগণ কখনো চাইব না, আমাদের চোখের সামনে কেউ দখল করে ফেলুক নদীগুলো। নদী হচ্ছে মা। আমরা হচ্ছি সেই মায়ের সন্তান। নদী মানুষকে বিভিন্নভাবে নিজেকে উজাড় করে দিয়ে বাঁচিয়ে রাখে। নদীগুলো দখল হচ্ছে শুধু প্রশাসনিক সক্রিয় তৎপরতার অভাবে। মানুষের বিশ্বাস, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ সক্রিয় হবে এবং আমাদের সোনাইসহ সব নদী রক্ষা পাবে। নদী আমাদের মা কিংবা আমাদের মায়ের
মতোই নদী।
শরদিন্দু ভট্টাচার্য টুটুল

No comments

Powered by Blogger.